মর্মান্তিক! আদিবাসী বধূকে গণধর্ষণ হাড়োয়ায়

ফের সামনে এল গণধর্ষণের ঘটনা। এবার আদিবাসী বধূকে গণধর্ষণ করার অভিযোগ উঠল হাড়োয়ায়। অভিযোগ, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মেছো ভেড়িতে গণধর্ষণ করা হয় তাঁকে। অর্ধনগ্ন অবস্থায় হাত, মুখ বেঁধে মেছো ভেড়ির পাশে ফেলে রেখে যাওয়া হয় ওই মহিলাকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার এক নম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতের মুন্সিঘেরির ছয়ানি বাজার সংলগ্ন এলাকার এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভও দেখান স্থানীয়রা।

জানা গিয়েছে, ছয়ানি বাজার এলাকায় গত কয়েকদিন ধরে রাজনৈতিক সংঘর্ষ লেগেই ছিল। বুধবার রাতে বোমাবাজিও হয় সেখানে। এই ঘটনায় বেশ কিছু মানুষ ভয় পেয়ে অন্যত্র চলে যান। সেই দলে ছিলেন নির্যাতিতার স্বামীও। তিনি খুঁজতে বেরোন তাঁর স্বামীকে। অভিযোগ, সেই সময় ওই মহিলাকে মন্টু কাহার, জগবন্ধু দাস ওরফে কেলো, শুকদেব দাস-সহ বেশ কয়েকজন গৃহবধূকে মেছো ভেড়িতে তুলে নিয়ে গণধর্ষণ করে।

এদিন সকালে হাত-মুখ বাঁধা, অর্ধনগ্ন অবস্থায় নির্যাতিতাকে দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় হাড়োয়া থানার পুলিশকে। মহিলাকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। এদিন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এবং পথ অবরোধ করেন স্থানীয় মহিলারা। স্থানীয়দের বক্তব্য, বুধবার রাতে পুলিশের সামনে গোটা ঘটনা ঘটেছে। শেষমেষ অভিযুক্তদের গ্রেফতার করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।