প্রয়াত কিংবদন্তি অমলা শঙ্কর

চলে গেলেন দেশের জনপ্রিয় কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। শুক্রবার সকালে শ্রীনন্দা শঙ্কর ফেসবুকে একটি পোস্ট করে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন। সঙ্গে তিনি লিখেছেন, মুম্বাই থেকে কলকাতার কোনও বিমান না থাকায় তিনি এখানে পৌঁছতে পারছেন না। এক যুগের শেষ। আমরা গত মাসেই তার ১০১ বছরের জন্মবার্ষিকী পালন করেছি। তাঁর আত্মার শান্তির কথাও জানিয়েছেন।

Today my Thamma left us at the age of 101. We just celebrated her birthday last month. Feeling so restless that there…

Posted by Sreenanda Shankar on Thursday, July 23, 2020