রাজ্যের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হওয়া অফিস। সক্রিয় মৌসুমী অক্ষরেখা, তাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় মূলত দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হওয়া অফিস সূত্রে খবর।

অন্যদিকে, ৪৮ ঘণ্টায় বৃষ্টি কম হবে উত্তরবঙ্গে। রবিবার থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার, সোমবার আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি।

Previous articleআর সিম কার্ড নয়, এবার ফোনেই থাকবে ই-সিম প্রযুক্তি
Next articleপ্রয়াত কিংবদন্তি অমলা শঙ্কর