Thursday, August 28, 2025

কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর একটা যুগের নাম

Date:

Share post:

প্রয়াত হলেন বর্ষীয়াণ নৃত্যশিল্পী অমলা শঙ্কর। তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত মাসেই রাজডাঙায় মমতা শঙ্করের ডান্স কোম্পানির বাড়িতে অমলা শঙ্করের ১০১তম জন্মদিন পালন করা হয়। বিখ্যাত কোরিয়োগ্রাফার উদয় শঙ্ককরের স্ত্রী ও অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্করের মা অমলা শঙ্করের মৃত্যুর খবর শুনে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাঁর গুণমুগ্ধরা।

নাতনি শ্রীনন্দার সঙ্গে অমলা শঙ্কর

১৯১৯ সালের ২৭ জুনে জন্ম তাঁর। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সেই প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক প্রদশর্নীতে যোগ দিয়েছিলেন অমলা শঙ্কর। সেখান থেকে পথ চলা শুরু হয় উদয় শঙ্করের সঙ্গে। নাচের তালিম নিতে নিতে ১৯৪২ সালে মাত্র ১৯ বছর বয়সে সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। আর তারপরেই তাদের খ্যাতি ছড়িয়ে পড়ে গোটা বিশ্বজুড়ে। উদয় শঙ্করের পরিচালনায় ‘কল্পনা’ সিনেমায় অভিনয় করার পরেই অমলা শঙ্কর আরও জনপ্রিয় হয়ে পড়েন। কান চলচ্চিত্র উৎসবে কনিষ্ঠতম শিল্পী হিসেবে অংশও নেন তিনি।

উদয় শঙ্কর ও অমলা শঙ্কর

২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে সম্মানিত করেন। শেষবার অমলা শঙ্করকে মঞ্চে দেখা গিয়েছিল ২০১১ সালে। ৯২ বছর বয়সে ‘সীতা স্বয়ম্ভর’ নৃত্যনাট্যে অভিনয় করেছিলেন তিনি। সেই বছরই আরেকটি নৃত্যনাট্যে ‘মিসিং ইউ’তেও অংশগ্রহণ করেন তিনি। নাচের পাশাপাশি ছবিও আঁকতে ভালোবাসতেন অমলা শঙ্কর। তবে কোনওদিন তুলি দিয়ে ছবি আঁকেননি। হাত দিয়েই ক্যানভাসে রঙ ভরতেন। তাঁর কিছু চিত্র ‘লাইফ অফ বুদ্ধ’ এবং ‘রামলীলা’র মতো নাটকে ব্যবহৃত হয়েছে।

প্রবাদপ্রতীম নৃত্যশিল্পী অমলাশঙ্করের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে নৃত্যজগতে। অনেকেই তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। তাঁর মৃত্যুতে একটা যুগের অবসান হল।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...