প্রয়াত হলেন বর্ষীয়াণ নৃত্যশিল্পী অমলা শঙ্কর। তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত মাসেই রাজডাঙায় মমতা শঙ্করের ডান্স কোম্পানির বাড়িতে অমলা শঙ্করের ১০১তম জন্মদিন পালন করা হয়। বিখ্যাত কোরিয়োগ্রাফার উদয় শঙ্ককরের স্ত্রী ও অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্করের মা অমলা শঙ্করের মৃত্যুর খবর শুনে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাঁর গুণমুগ্ধরা।


১৯১৯ সালের ২৭ জুনে জন্ম তাঁর। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সেই প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক প্রদশর্নীতে যোগ দিয়েছিলেন অমলা শঙ্কর। সেখান থেকে পথ চলা শুরু হয় উদয় শঙ্করের সঙ্গে। নাচের তালিম নিতে নিতে ১৯৪২ সালে মাত্র ১৯ বছর বয়সে সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। আর তারপরেই তাদের খ্যাতি ছড়িয়ে পড়ে গোটা বিশ্বজুড়ে। উদয় শঙ্করের পরিচালনায় ‘কল্পনা’ সিনেমায় অভিনয় করার পরেই অমলা শঙ্কর আরও জনপ্রিয় হয়ে পড়েন। কান চলচ্চিত্র উৎসবে কনিষ্ঠতম শিল্পী হিসেবে অংশও নেন তিনি।


২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে সম্মানিত করেন। শেষবার অমলা শঙ্করকে মঞ্চে দেখা গিয়েছিল ২০১১ সালে। ৯২ বছর বয়সে ‘সীতা স্বয়ম্ভর’ নৃত্যনাট্যে অভিনয় করেছিলেন তিনি। সেই বছরই আরেকটি নৃত্যনাট্যে ‘মিসিং ইউ’তেও অংশগ্রহণ করেন তিনি। নাচের পাশাপাশি ছবিও আঁকতে ভালোবাসতেন অমলা শঙ্কর। তবে কোনওদিন তুলি দিয়ে ছবি আঁকেননি। হাত দিয়েই ক্যানভাসে রঙ ভরতেন। তাঁর কিছু চিত্র ‘লাইফ অফ বুদ্ধ’ এবং ‘রামলীলা’র মতো নাটকে ব্যবহৃত হয়েছে।

প্রবাদপ্রতীম নৃত্যশিল্পী অমলাশঙ্করের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে নৃত্যজগতে। অনেকেই তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। তাঁর মৃত্যুতে একটা যুগের অবসান হল।
