ফের চলল গুলি, নতুন করে উত্তেজনা ভাটপাড়ায়

ফের অশান্তি ভাটপাড়ায়। চলল গুলি। বিজেপি কর্মীকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনায় বিজেপির অভিযোগের তীর  তৃণমূলের দিকে যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে । এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

পুলিশ জানিয়েছে, ভাটপাড়ার রামনগর এলাকায় এক বিজেপীর কর্মীকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। তৃনমুল এবং বিজেপি পরস্পরের দিকে আঙুল তুলছে।
এই প্রসঙ্গে,  ভাটাপাড়া তৃনমূলনেতা দেবজ্যোতি ঘোষ বলেন, “বিজেপি আশ্রীত দুষ্কৃতীরাই গুলি চালিয়ে মিথ্যা দোষ চাপাচ্ছে। তৃনমূলের কেউ এই ঘটনায় জড়িত নয়। এটি বিজেপির এলাকা দখলের লড়াই।” অন্যদিকে, বিজেপির সাংসদ অর্জুন সিং-এর অভিযোগ, “তৃণমূল দুষ্কৃতী লাগিয়ে তাঁদের দলীয় কর্মীকে খুনের চেষ্টা করছে।” পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশি নিরাপত্তা।

Previous articleকিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর একটা যুগের নাম
Next articleস্বাধীনতা দিবসের অনুষ্ঠান কিছুটা ভার্চুয়াল, করতে হবে আত্মনির্ভর ভারতের প্রচার!