স্ট্যাচু অফ লিবার্টির কাছে বজ্রপাত, ক্যামেরাবন্দি করলেন ফটোগ্রাফার! ভাইরাল ছবি

আকাশ কালো করে মেঘ। প্রচন্ড ঝড় । মেঘ ডাকার সঙ্গে সঙ্গে পড়ছে ভয়ঙ্কর বাজ। বুধবার নিউইয়র্কে এই আবহাওয়ার পরিস্থিতিতে স্ট্যাচু অফ লিবার্টির পিছনে ভয়ানক বাজ পড়ে। আর সেই ছবি ক্যামেরাবন্দি করেন এক ফটোগ্রাফার । সঙ্গে রয়েছে ভিডিও। মুহুর্তের মধ্যে এই দৃশ্যের ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে নিউইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির ঠিক কাছেই হচ্ছে বজ্রপাত।

টুইটারে শেয়ার হওয়া একটি ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, স্ট্যাচু অফ লিবার্টির উপরে ঘন হয়ে মেঘ জমেছে। এরপর হঠাৎ করেই বিকট শব্দে পরপর বজ্রপাত হয় ও আকাশ থেকে বিশাল বজ্রশিখা নেমে স্ট্যাচু অফ লিবার্টির পেছনে মিলিয়ে যায়।
মারাত্মক আবহাওয়ার পরিস্থিতিতে অনেকেই ঝড়ের নানান ছবি ও ভিডিও টুইটারে শেয়ার করেছেন। তবে সবচেয়ে ভাইরাল হয়ে গিয়েছে লিবার্টির সঙ্গে বজ্রপাতের ভিডিওটি। সেটি টুইটারে লোক প্রচুর শেয়ার করেছেন। এলিস দ্বীপের একটি পিয়ার থেকে টুইটার ব্যবহারকারী মিকি সি বজ্রপাতের এই ভিডিওটি তুলেছেন।

Previous articleআমেরিকা-চিন সংঘাত চরমে, এবার মার্কিন দূতাবাস বন্ধ করল চিন
Next articleনতুন কমিটি, নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত তৃণমূল কর্মী-সমর্থকরা