রবিবার থেকে আলু মিলবে ২৫ টাকা কিলো দরে

সপ্তাহখানেক ধরে আলুর দাম ঊর্ধ্বমুখী মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড় পরিস্থিতি এতটাই সঙ্গে যে রাত পোহালেই প্রথম তিনটা বাজারে গিয়ে আলুর দাম কত হবে
জ্যোতি আলু বিকোচ্ছে ৩০ টাকা কিলো দরে আর চন্দ্রমুখী আলুর দাম দাঁড়িয়েছে ৩৫ টাকা কিলো। আর এই আলুর দাম বৃদ্ধি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আলুর দাম নিয়ন্ত্রণের উপায় খুঁজতে নবান্নে একটি বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল রবিবার থেকে সুফল বাংলায় ২৫ টাকা করে কিলো দরে আলু পাওয়া যাবে ।
দাম বাড়ার কারণ হিসাবে ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদা বেড়ে যাওয়াতে আলুর দাম বেড়েছে । এ রাজ্যের আলু ব্যবসায়ীরা আলু বিক্রি করছেন বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও ওড়িশার মতো রাজ্যে। যে কারণে আলুর ফলন বেশি থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে এর দাম আকাশছোঁওয়া।
আর আলুর দামের এই পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে আলু ব্যবসায়ীদের ৫ দিন সময় দেওয়া হয়েছে। আর এই ৫ দিনের মধ্যেই বাজারে আলুর দাম স্বাভাবিক করতে হবে। এই পরিস্থিতিতে অনেক আলু ব্যবসায়ী আরও মুনাফার লোভে কোল্ড স্টোরেজে আলু মজুত করে রেখেছেন। যে কারণে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৪০ বস্তার বেশি আলু কোনওভাবেই মজুত করে রাখা যাবে না।