আছড়ে পড়ল বিধ্বংসী ঘূর্ণিঝড় হারিকেন হান্না, প্রচুর ক্ষয়ক্ষতি

প্রবল গতিতে টেক্সাস উপকূলে আছড়ে পড়ল হারিকেন হান্না। লন্ডভন্ড হয়ে গেল টেক্সাস উপকূল। এর জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে বৃষ্টিপাত আর তাতেই সমস্যা আরও বেড়েছে । এর ফলে উদ্ধারকার্য চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে  বিপর্যয় মোকাবিলা দলকে।

জানা গিয়েছে, এই হারিকেন হান্না ক্যাটাগরি ওয়ান ঘূর্ণিঝড় হিসেবে ৮০ মাইল বেগে টেক্সাস উপকূলে আঘাত হানে। এবং ঘূর্ণিঝড়টি ঘন্টায় আট মাইল বেগে পশ্চিম দিকে এগিয়ে যায়। ঘূর্ণিঝড়ের কেন্দ্র ছিল টেক্সাসের পোর্ট ম্যান্সফিল্ড থেকে ৫০ মাইল পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের কারণে রিও গ্রান্ডে উপত্যকা জুড়ে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এছাড়া, প্রবল বৃষ্টির কারণে দক্ষিণ টেক্সাস থেকে মেক্সিকো বর্ডার পর্যন্ত মারাত্মক রকমের বন্যা হতে পারে বলে অভিমত স্থানীয় আবহাওয়াবিদদের।
ঘূর্ণিঝড় হান্নার আঘাতের পর টেক্সাসের গভর্নর গ্রেগ আ্যবোট উদ্ধার কর্মীদের দ্রুত কাজ চালানোর জন্যে নির্দেশ দিয়েছেন।

Previous articleচার আমলার জবাবে মিল নেই, মেট্রো ডেয়ারি বিক্রি নিয়ে অস্বস্তিতে রাজ্য
Next articleছেলে মার্কিন মুলুকে, টালিগঞ্জে একাকী বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য