লাগাতার সংঘর্ষে সুদানে মৃত ৬০

গত কয়েকদিন ধরে উত্তপ্ত পরিস্থিতি সুদানে। সংঘর্ষের জেরে এবার একইসঙ্গে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। সুদানের দারফুরে ৬০ জনের মৃত্যু হয়েছে ও আরও ৬০ জন আহত হয়েছে বলে খবর।

দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালা সংলগ্ন অঞ্চলে বন্দুকবাজদের হামলা চালিয়ে যাচ্ছে। লাগাতার সংঘর্ষের জেরে ভয়ে কাঁটা হয়ে আছেন সাধারণ মানুষ। ওই এলাকায় দোকানে লুঠপাট চালানো হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে পুড়ে গিয়েছে ঘর বাড়ি। সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক আগেই জানিয়েছিলেন, নিরাপত্তা বাহিনীকে ওই অঞ্চলে পাঠাবেন মানুষকে নিরাপত্তা দিতে।কিন্তু আদৌ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা জানিয়েছেন, ঘোড়া ও উটে চড়ে হামলাকারীরা উমদস এলাকায় গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলি চালিয়েছে।

Previous articleমমতা-স্পর্শ: জীবনে আমূল বদল জঙ্গলমহলের ২ পড়ুয়ার
Next articleকেমন আছেন বিগ বি? জানালেন চুম্বন আঁকা সেলফি দিয়ে