৩০ সেকেন্ডে কোভিড টেস্ট! ইজরায়েলের সঙ্গে যৌথ গবেষণায় ডিআরডিও

বিশ্ব মহামারির মোকাবিলায় যুদ্ধ চালাচ্ছে সব দেশ। উন্নতমানের টেস্ট কিট তৈরির উদ্যোগও এই লক্ষ্যেই। এবার ভারতে এমনই এক উদ্যোগের অংশ হিসাবে ইজরায়েলের বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে টেস্ট কিট তৈরির গবেষণা শুরু করছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভালপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। জানা গিয়েছে, মাত্র ৩০ সেকেন্ডে রেজাল্ট আসবে এমন একটি টেস্ট কিট বানানোর চেষ্টা করছে ভারত ও ইজরায়েল। এই বিষয়ে ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা বলেছেন, এই টেস্ট কিট ভবিষ্যতে মহামারির মোকাবিলায় গেম চেঞ্জার হয়ে উঠবে। সোমবার সকালেই ভারতে এসেছে ইজরায়েলের বিশেষ বিমান। তাতেই ইজরায়েল থেকে উপকরণ এসেছে বলে জানা গিয়েছে। ভারতীয় বিজ্ঞানী কে বিজয়রাঘবন ও ডিআরডিও-র সঙ্গে কাজ করছে ইজরায়েলের বিশেষজ্ঞরা। ইজরায়েল দূতাবাসের দাবি, ভাইরাসকে সঙ্গে নিয়ে কীভাবে স্বাভাবিক জীবনে ফেরা যায় সেই লক্ষ্যেই কাজ করবে দুই দেশ।

Previous articleহাল চাষে দুই কন্যা, ট্রাক্টর পাঠালেন সোনু, আসল ঘটনা প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ!
Next articleফাঁকা কোচিং সেন্টারের বারান্দায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ! বারুইপুরে চাঞ্চল্য