Thursday, November 13, 2025

মাধ্যমিকে ৬৩০ নম্বরের লিখিত পরীক্ষায় ছাত্রের ঝুলিতে মাত্র ১৪!

Date:

Share post:

মাধ্যমিকের ৬৩০ নম্বরের লিখিত পরীক্ষায় মিলল মাত্র ১৪। যা দেখে চক্ষু চড়কগাছ পরীক্ষার্থী। অথচ টেস্ট-এ জয়নগর জেএম ট্রেনিং স্কুলের ছাত্র শিবম হালদার পেয়েছিল৭০ % নম্বর।

৭০০ নম্বরের পরীক্ষায় শিবম পেয়েছে ৮৪ নম্বর। তার মধ্যে ৭০ নম্বরই পেয়েছে স্কুলের ‘ইন্টারন্যাল ফরমেটিভ ইভলিউশন’-এ। বাকি ৬৩০ নম্বরের লিখিত পরীক্ষা থেকে এসেছে মাত্র ১৪ নম্বর। অঙ্ক, ইংরেজি-সহ পাঁচটি বিষয়ে ৯০-এর মধ্যে ১ করে পেয়েছে সে। বাংলায় পেয়েছে ৯। জীবনবিজ্ঞানে লিখিত পরীক্ষায় ৯০ এর মধ্যে প্রাপ্ত নম্বর শূন্য।

স্কুলে বরাবর ভালো ফল করেছে শিবম। স্কুল জানিয়েছে চলতি বছর ১৯৩ জন মাধ্যমিক দিয়েছিল। একমাত্র ওই ছাত্রী অকৃতকার্য হয়েছে। শিবমের এই রেজাল্ট মানতে পারছেন না তার স্কুলের শিক্ষকরা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সতীপ্রসাদ ত্রিপাঠী বলেন, “লেখাপড়ায় ভালোই শিবম। কিন্তু কীভাবে এই নম্বর পেল বুঝতে পারছি না।” এই বিষয়ে খাতা রিভিউ করার পরামর্শ দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ” ওই ছাত্র রিভিউয়ের আবেদন করুক। তাহলে সবটা বোঝা যাবে।”

ওই ছাত্রের মামা রাজকৃষ্ণ মণ্ডল বলেন, “ওয়েবসাইটে ওর নম্বর দেখে অবাক হয়ে যাই আমরা। মার্কশিট পাওয়ার পরও দেখি মাত্র ৮৪ পেয়েছে শিবম। আমরা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করব। প্রয়োজনীয় তথ্য জানার অধিকার আইনে জানতে চাইব কেন এমন হলো।”

spot_img

Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...