যত চাপই আসুক, সুশান্ত-মৃত্যুর তদন্ত CBI-করবে না: মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

“যত চাপ’ই আসুক, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু- তদন্ত CBI-কে দেওয়া হবে না৷ এই তদন্ত মুম্বই পুলিশই করবে”৷

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বুধবার স্পষ্ট জানিয়েছেন এ কথা৷ তিনি বলেছেন, “মুম্বই পুলিশ এই মামলার তদন্ত করছে। তারা যথেষ্ট যোগ্য”৷

প্রয়াত সুশান্তের বাবা কেকে সিং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনায় FIR দায়ের করার পর রাজপুতের মৃত্যু মামলায় CBI তদন্তের দাবি জানিয়েছিলেন রিয়া।
পাশাপাশি, বুধবার রিয়া ওই FIR-এর ভিত্তিতে তদন্ত মুম্বইয়ে স্থানান্তরের জন্য আদালতে একটি আর্জিও পেশ করেছেন।রিয়া বলেছিলেন, তিনি মৃত অভিনেতার “বান্ধবী” এবং “সুশান্তকে কি চাপ- এর কারণে এই আত্মঘাতী হয়েছেন তা বোঝার জন্য CBI তদন্ত হওয়া দরকার”৷

সম্ভবত এর উত্তরেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এদিন স্পষ্ট করে দিলেন
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু- তদন্ত CBI-কে দেওয়ার প্রশ্নই নেই৷

Previous articleরাজ্যে আক্রান্ত ছাড়ালো ৬৫ হাজার, বাড়ছে সুস্থতাও
Next articleপুলিশের স্টিকার লাগানো গাড়িকেও জিজ্ঞাসাবাদ, কড়া নজরদারিতে শহরে ফের এক সফল লকডাউন