নয়া জাতীয় শিক্ষানীতিতে গুরুত্বহীন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষা

৩৪ বছর পর বদলে ফেলা হলো জাতীয় শিক্ষানীতি। বুধবার জাতীয় শিক্ষানীতির খসড়ায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। স্কুলশিক্ষা সহ উচ্চশিক্ষায় একাধিক পরিবর্তন আনা হয়েছে।

নতুন শিক্ষানীতি অনুযায়ী, দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা গুরুত্বহীন হয়ে গিয়েছে। নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত ৮ টি সেমিস্টারের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ এই রাজ্য বা অন্যান্য রাজ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের যে পরীক্ষা ছিল তা কার্যত তুলে দেওয়ার বন্দোবস্ত করল কেন্দ্র। প্রসঙ্গত, শিক্ষা কেন্দ্র এবং রাজ্যের যৌথ বিষয়। তাই এই বিষয়ে রাজ্যগুলির মতামত দেওয়ার অধিকার আছে। সূত্রের খবর, নতুন এই শিক্ষানীতি সংক্রান্ত যাবতীয় তথ্য রাজ্যগুলিকে ইতিমধ্যে পাঠানো হয়েছে। যদিও নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে এখনও পর্যন্ত নিজেদের অবস্থান জানায়নি রাজ্যগুলি।

Previous articleBreaking: 5 অগাস্ট থেকে খোলা যাবে জিম, ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
Next articleকরোনা যুদ্ধে মমতার লড়াইয়ের কাহিনী এবার বইয়ের পাতায়