Sunday, November 16, 2025

পুলিশের স্টিকার লাগানো গাড়িকেও জিজ্ঞাসাবাদ, কড়া নজরদারিতে শহরে ফের এক সফল লকডাউন

Date:

বুধবার ছিল চলতি সপ্তাহের একমাত্র এবং চলতি মাসের শেষ লকডাউন। করোনা মোকাবিলায় রোটেশন পদ্ধতিতে সাপ্তাহিক যে লকডাউন শুরু হয়েছে এদিন তা মোটের উপর সফল। সার্বিক লকডাউনের তৃতীয় দিনেও কার্যত গৃহবন্দি শহরবাসী।

পূর্ণাঙ্গ লকডাউন সফল করতে সকাল থেকেই কলকাতা শহর জুড়ে ছিল কড়া পুলিশি নজরদারি। বেহালা থেকে বাইপাস কিংবা শ্যামবাজার থেকে শিয়ালদহ, জরুরি পরিষেবা বা কাজ ছাড়া বাইরে বেরোলে ছাড় নেই। দিনভর চলেছে ব্যাপক ধরপাকড়। শহরজুড়ে সর্বত্রই ছিল নাকা চেকিং। পুলিশি টহলদারিতে। আকাশে উড়ছে ড্রোন। ডিসি পদ মর্যাদার আধিকারিকরা পর্যন্ত রাস্তায় নেমে নজরদারি চালিয়েছেন।

বড়বাজার, পোস্তা, শ্যামবাজার, ধর্মতলা, পার্ক স্ট্রিট, এক্সাইড, মল্লিক বাজার, ভবানীপুর, রাসবিহারী, যদুবাবু বাজার, গড়িয়াহাট, টালিগঞ্জ, রুবি, পার্ক সার্কাস, খিদিরপুর, গড়িয়া-সহ সমস্ত এলাকার এ দিন রাস্তাঘাট ছিল শুনশান। প্রশাসন এতটাই কড়া ছিল যে, পার্ক সার্কাসে লকডাউনের সময় পুলিশের স্টিকার লাগানো বেশ কয়েকটি গাড়িও জিজ্ঞাসাবাদের মুখে পড়ে।

অন্যদিকে, আগের দু’দিনের মতো না হলেও বুধবারও লকডাউনের বিধি অমান্য করার জন্য কয়েকশো মানুষকে আটক করা হয়েছে। মাস্ক না পরার জন্যও অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তায় থুতু ফেলার জন্যও গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে।

Related articles

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...
Exit mobile version