Sunday, January 11, 2026

ভাইরাস নয়, নিউমোথোরাক্সের কারণে মৃত্যু হয়েছে বিষ্ণুব্রতর, জানালেন জেলাশাসক  

Date:

Share post:

কোচবিহারের তৃণমূল কংগ্রেসের যুব নেতা বিষ্ণুব্রত বর্মণের মৃত্যু ভাইরাস আক্রান্ত হয়ে বা মাল্টি অর্গান ফেলিয়োর হয়নি। তাঁর নিউমোথোরাক্স সম্পর্কিত জটিলতা ছিল। বৃহস্পতিবার এখবর জানিয়েছেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। যুব তৃণমূল নেতার মৃত্যুতে শোক বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।


বুধবার, কলকাতায় মৃত্যু হয় কোচবিহারের যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি বিষ্ণুপদ বর্মণের। তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে কোচবিহারে। ১৭ জুলাই কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি হন বিষ্ণুপদ। কোভিড পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে বলে জানিয়েছেন কোচবিহারের জেলাশাসক। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে কোচবিহার থেকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আনা হয় কলকাতায়। সেখাই মৃত্যু হয় তাঁর।


বৃহস্পতিবার, তাঁর মৃতদেহ কোচবিহার পৌঁছয়। প্রথমে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর স্পোর্টিং ক্লাবের মাঠে শেষ শ্রদ্ধা জানান স্থানীয় বাসিন্দারা। সেইখানেই বিষ্ণুপদকে শ্রদ্ধা জানান আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। এরপর দেহ নিয়ে যাওয়া হয় কোচবিহার স্টেডিয়ামে। এই মাঠের থেকেই জীবন শুরু হয়েছিল বিষ্ণুব্রত বর্মনের। প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে তাঁর সহকর্মী, খেলোয়াড়রাও এদিন উপস্থিত ছিলেন মাঠে। চোখের জলে শেষ বিদায় দেওয়া হয় তাঁকে। সবশেষে মৃতদেহ পৌঁছয় কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে। সেখানেও ছিলেন রাজ্যের দুই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং বিনয়কৃষ্ণ বর্মন। জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ। পার্থপ্রতিম রায় বলেন, বিষ্ণুর এভাবে চলে যাওয়া জেলা তৃণমূলের সংগঠনের ক্ষেত্রে বিরাট ক্ষতি। এই ক্ষতি পূরণ হওয়ার নয়।

spot_img

Related articles

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...

আন্টার্কটিকার বরফের তলায় সবুজ বনভূমি! বিস্ময়ের ঘোর কাটছে না গবেষকদের

দুচোখ বিস্তৃত বরফের চাঁই আর তার গভীরে লুকিয়ে সবুজের সমাহার। পৃথিবীর দক্ষিণ প্রান্তের এই মহাদেশে কোনও মনুষ্যবসতি নেই...