সোমেন মিত্রর চেয়ারে সম্ভবত প্রদীপ ভট্টাচার্যই বসতে চলেছেন  

কে হবেন পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি? সোমেন মিত্রর ছেড়ে যাওয়া চেয়ারে বসবেন কে? এই মুহূর্তে চার-পাঁচজন নেতার নাম ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। তবে প্রদেশ সূত্রে খবর রাজ্যে দলের দায়িত্ব নেবেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তিনি আপাতত দলের সহ-সভাপতি। তিনিই প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেবেন। সভাপতি হিসাবে প্রদেশের অন্দরমহলে উঠে এসেছে আরও দু’জনের নাম। একটি নাম অবশ্যই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর লোকসভায় বিরোধী দলনেতা, গুরুদায়িত্ব। সেই কারণে প্রদেশ সভাপতির মতো চব্বিশ ঘন্টার গুরুদায়িত্ব সম্ভবত তিনি গ্রহণ করবেন না। তাছাড়া ২০১৮-য় সোমেন দায়িত্ব নেওয়ার আগে অধীরই দায়িত্বে ছিলেন। রাজ্য কংগ্রেসে জোয়ার আসার সম্ভাবনার কথা অনেকে ভেবেছিলেন অধীর জমানায়। কিন্তু বাস্তবে তা হয়নি। বিরোধী দলনেতা আব্দুল মান্নানের নামও এসেছে। কিন্তু মৃদুভাবে। সব মহলকে নিয়ে চলার মানসিকতা তাঁর নেই বলে অনেকের বক্তব্য। ফলে স্বল্পবাক প্রাক্তন অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যই সম্ভবত বিধানভবনে সোমেনের চেয়ারে বসছেন। আগামী সপ্তাহতেই সম্ভবত ঘোষণা।

Previous articleভাইরাস নয়, নিউমোথোরাক্সের কারণে মৃত্যু হয়েছে বিষ্ণুব্রতর, জানালেন জেলাশাসক  
Next articleনানা টালবাহানার পর অবশেষে ১৪ আগস্ট শুরু হবে রাজস্থান বিধানসভার অধিবেশন