প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক এবং সিপিএমের নেতা পরিমল বিশ্বাস। ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণের পাশাপাশি তাঁর করোনা রিপোর্টও পজিটিভ এসেছিল। অধুনালুপ্ত জোড়াবাগান কেন্দ্র থেকে দু’বার বিধায়ক হয়েছিলেন তিনি। সপ্তাহদুয়েক আগে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিমলবাবুকে প্রথমে মানিকতলা এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে, পরে করোনা পরীক্ষার রিপোর্টও পজ়িটিভ আসে। তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে, সেখানেই মৃত্যু হয়েছে তাঁর।
