একসঙ্গে অসুস্থ তিন বাম নেতা, চলছে চিকিৎসা

একসঙ্গে তিন বাম নেতা অসুস্থ। ফুয়াদ হালিম, শ্যামল চক্রবর্তী ও অনাদি সাহু। নিজের নার্সিংহোমে টানা দায়িত্ব পালনের পর অসুস্থ হয়ে পড়েন ফুয়াদ হালিম। রাজ্যের প্রবাদ প্রতিম স্পিকার হাসিম আব্দুল হালিমের পুত্র মাত্র মাত্র ৫০ টাকায় ডায়ালিসিস শুরু করে কোভিড পরিস্থিতিতে অসংখ্য মানুষের আশীর্বাদ পান। ফুয়াদের শ্বাসকষ্ট প্রবল। কিন্তু দুবার তাঁর কোভিড টেস্ট হয়েছে। দুবারই নেগেটিভ রিপোর্ট এসেছে। তবে শ্বাসকষ্ট না কমায় তৃতীয়বার সোয়াব টেস্ট হচ্ছে।

অন্যদিকে প্রাক্তন মন্ত্রী ও সিটুর প্রাক্তন রাজ্য সভাপতি সিপিএমের বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তীও অসুস্থ। জ্বর ও বুকে সর্দির সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন উল্টোডাঙার নর্থ সিটি হাসপাতালে। মাঝে মধ্যে শ্বাসকষ্টও হচ্ছে। তাঁর কোভিড পরীক্ষা হয়নি। বৃহস্পতিবার শ্যামল চক্রবর্তীর মেয়ে অভিনেত্রী উষসী চক্রবর্তী এই খবর জানান। অন্যদিকে সিটুর বর্তমান রাজ্য সম্পাদক অনাদি সাহু করোনায় আক্রান্ত। চিকিৎসা চলছে মেডিক্যালে। অবস্থা স্থিতিশীল।

Previous articleসেনার পোশাকে রাফালকে স্বাগত আমুল কন্যার
Next articleসহযোদ্ধা-বন্ধুর নামে সরকারি বাংলোর নাম ‘দেবদত্তা’