Thursday, January 22, 2026

ডিজিটাল ভারতে শুধু এপ্রিলেই মোবাইল ছেড়েছেন ৮২ লক্ষ, বিস্ময়কর তথ্য TRAI-এর

Date:

Share post:

একদিকে সংক্রমণ- আবহে ডিজিটাল-নির্ভর হচ্ছে দেশ, অন্যদিকে টেলিকম রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া বা TRAI-এর সদ্য প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, শুধু গত এপ্রিল মাসেই গোটা দেশে ৮২ লক্ষ ৩১ হাজার গ্রাহক তাঁদের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

এই মুহুর্তে অফিস, স্কুল, এমনকী রাজনৈতিক কর্মকাণ্ডও ডিজিটাল বা ফোন-নির্ভর৷ কিন্তু TRAI-এর তথ্য বলছে, সম্পূর্ণ উল্টোপথে হেঁটে মহামারি বা লকডাউন যুগে মোবাইল নির্ভরতা কমাচ্ছে ভারত! এ দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা কত, তার একটি রিপোর্ট সম্প্রতি পেশ করেছে টেলিকম রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া৷ সেই রিপোর্টে গত এপ্রিল মাসের মোবাইল গ্রাহক সংখ্যার একটি হিসেব পেশ করা হয়েছে। দেখা যাচ্ছে, গোটা দেশে শুধু ওই মাসেই ৮২ লক্ষ ৩১ হাজার গ্রাহক তাঁদের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেছেন। ট্রাইয়ের কর্তাদের বক্তব্য, এক মাসে এত সংখ্যক গ্রাহকের মোবাইল ফোন, বা বলা ভালো সিম ছেড়ে দেওয়ার রেকর্ড প্রায় নেই বললেই চলে।

সামাজিক দূরত্বের যুগে যখন মোবাইলই প্রধান মাধ্যম, সেখানে এই উলটপুরাণ কেন?TRAI-এর ধারনা, যেহেতু এপ্রিল মাসে টানা লকডাউন ছিল, সেই কারণে বহু মানুষের কাছে টাকা ছিল না। ফলে অনেকেই মোবাইল সংযোগ ছেড়েছেন।

সারা দেশে মোট টেলিকম গ্রাহকের সংখ্যা প্রায় ১১৭ কোটি। একই ব্যক্তির একাধিক টেলিফোন সংযোগকে হিসেবে রেখেই এই তথ্য দিয়েছে ট্রাই।

ওই রিপোর্ট জানাচ্ছে, কলকাতায় মোবাইল গ্রাহকের সংখ্যা বা থাকা চালু সিমের সংখ্যা ২ কোটি ৫৫ লক্ষ। রাজ্যের অন্যান্য জেলায় সেই সংখ্যা সাড়ে ৫ কোটি। সংযোগ বন্ধ করায় এরাজ্যে সবচেয়ে উপরে কলকাতা। সংখ্যাটা প্রায় ১ লক্ষ ৮১ হাজার। বাকি সব জেলা মিলিয়ে মোবাইল সংযোগ ছেড়েছেন মাত্র ৪ হাজার ৭৭০ গ্রাহক। অথচ কলকাতার তুলনায় জেলাগুলিতে মোবাইল গ্রাহকের সংখ্যা দ্বিগুণেরও বেশি। তাহলে জেলায় মোবাইল সংযোগ ছাড়ার হিড়িক এতটা কম কেন? TRAI বলছে, এর অন্যতম কারণ পরিযায়ী শ্রমিক। ওই মাসে রাজ্যে বহু শ্রমিক ফিরেছেন। তাঁরা মূলত জেলাতেই চলে গিয়েছেন। তাঁদের অনেকেই নতুন করে সিম কার্ড কিনেছেন। জেলায় থেকে যাওয়া অনেক গ্রাহকই হয়তো তাঁদের মোবাইল সংযোগ ছেড়ে দিয়েছিলেন। এপ্রিলে পরিযায়ী শ্রমিকদের কেনা নতুন সিম কার্ড সেই খামতি অনেকটা পুষিয়ে দিয়েছে, এমনই মনে করছেন টেলিকম সেক্টরের কর্তারা।

spot_img

Related articles

‘জাগো বাংলা’র স্টলে মুখ্যমন্ত্রীর তিন ভাবনা, শুরুর দিনেই উপচে পড়া ভিড়

প্রত্যেকবারের মতো ৪৯তম বইমেলাতেও ব্যতিক্রমী ‘জাগো বাংলা‘ স্টল (Jago Bangla Stall)। মুখ্যমন্ত্রীর ভাবনাকে বাস্তবায়িত করেছেন সাংসদ দোলা সেন-সহ...

পর্বত শৃঙ্গে‌ অক্সিজেন ছাড়া ২৪ ঘণ্টা, রেকর্ড রোহিতাশের

রেকর্ড গড়লেন পর্বতারোহী রোহিতাশ খিলেরি(Rohtash Khileri)। যেখানে সাধারণ মানুষ অক্সিজেন ছাড়া কিছুক্ষণও থাকতে পারে না সেইখানে তিনি ইউরোপের...

হিরণের ব্যাংক অ্যাকাউন্টে কি ঋতিকার নজর? মেয়ের ভবিষ্যতের চিন্তায় সরব অনিন্দিতা

খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে টলিপাড়া (Tollywood) ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে...

বইমেলাতেও SIR হয়রানির প্রতিবাদ মমতার: লিখেছেন ২৬টি কবিতা, এবার প্রকাশিত আরও ৯টি বই

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনের মঞ্চ থেকেও কমিশন-এজেন্সির ভূমিকা নিয়ে ফের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...