প্রধানমন্ত্রী রামমন্দির ও রামায়ণের পোস্টাল স্ট্যাম্পও প্রকাশ করবেন ৫ তারিখ

প্রতীকী ছবি

আগামী ৫ আগস্ট ভূমিপুজোয় যোগ দিয়েই রামমন্দির ও রামায়নের ওপর পোস্টাল স্ট্যাম্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী৷ এমনই জানানো হয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে৷ এই পোস্টাল স্ট্যাম্পের মধ্যে থাকবে রামায়ন, রাম মন্দিরের নকশা ইত্যাদি। অন্যগুলিতে থাকবে বিশ্বের অন্যান্য দেশে রামের গুরুত্বকে প্রাধান্য দেওয়া ছবি। অযোধ্যা রিসার্চ ইনস্টিটিউটের তরফে বড় পোস্টার প্রকাশ হবে ওই দিন।

এদিকে ভূমিপুজো উপলক্ষে অযোধ্যায় সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। ঠিক হয়েছে, ভূমিপুজোর দিনে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার যেখানে নামবে, সেখান থেকে রামমন্দির পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার রাস্তায় রামচরিত মানসের গান চলতে থাকবে। অযোধ্যা শহরের বড় বড় পিলারে রামায়ণের বিভিন্ন দৃশ্যপট আঁকাও শেষ৷ যদিও এই অনুষ্ঠানের জন্য রাখা হয়েছে সতর্কবার্তাও। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে ভক্তদের কাছে আবেদন করা হয়েছে ৫ আগস্ট যেন কেউই অযোধ্যায় পৌঁছনোর চেষ্টা না করেন। তবে রাম-অনুরাগীদের আশ্বস্ত করে ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়েছে আগামী দিনে সবাই ‘রাম জন্মভূমি মন্দির নির্মাণ যজ্ঞে’ আহুতি দেওয়ার সুযোগ পাবেন। রাম-অনুরাগীদের আশ্বস্ত করা হয়েছে, প্রত্যেকে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখতে পারেন দূরদর্শনে তার ব্যবস্থা করা হচ্ছে।

প্রতীকী ছবি
Previous articleরাতারাতি বদলে গেল নকশা, দ্বিগুণ হতে চলেছে রামমন্দিরের আয়তন
Next articleমাসের শুরুতেই ছ্যাঁকা! দাম বাড়ল রান্নার গ্যাসের