Sunday, May 4, 2025

ভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু, ১৬ লক্ষ টাকা বিল মিটিয়ে নিঃস্ব পরিবার!

Date:

Share post:

ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন চিকিৎসক। দমদমের বাসিন্দা। প্রায় এক মাস ভর্তি ছিলেন দমদমেরই একটি নার্সিংহোমে । সুস্থ হয়ে বাড়ি ফেরা হলনা চিকিৎসকের। কিন্তু নার্সিংহোমের ১৬ লক্ষ টাকা বিল মেটাতে গিয়ে নিঃস্ব হল পরিবার । দমদমের একটি নার্সিংহোমে বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ।

দীর্ঘদিন ধরে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন চিকিৎসক সীতাংশু শেখর পাঁজা। বর্তমানে দমদমের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর পরিবার সূত্রে খবর, গত ২৬ জুন তাঁর শরীরে ভাইরাসের নানা উপসর্গ দেখা যায়। ভরতি হন দমদমের ওই নার্সিংহোমে। পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। ওই নার্সিংহোমেই শুরু হয় তাঁর চিকিৎসা । বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মাঝেমধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাই তাঁকে বারবার ভেন্টিলেশনে রাখা হয়। বাড়তে থাকে বিলের বোঝাও। মোট ২৩ লক্ষ টাকা বিল হয়।

পরিবারের লোকজন ওই বিল মেটাতে পারছিলেন না। বাধ্য হয়ে স্বাস্থ্যদফতরকে গোটা বিষয়টি জানান তাঁরা। স্বাস্থ্যদফতর তাঁদের আবেদনে সাড়া দেয়। পাশাপাশি চিকিৎসককে ওই নার্সিংহোম থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়াও দফতরের হস্তক্ষেপে ওই নার্সিংহোমের বিল কমে হয় ১৬ লক্ষ টাকা। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার মৃত্যু হয় ওই চিকিৎসকের।

spot_img
spot_img

Related articles

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...