কেন আইপিএসকে কোয়ারেন্টাইনে! ক্ষুব্ধ নীতীশের ফোন উদ্ধব ঠাকরেকে

সুশান্তর মৃত্যু তদন্ত নিয়ে রাজনৈতিক মহলে চাপান-উতোর শুরু হল। এবার এই তদন্ত নিয়ে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে সোমবার সকালে ফোন করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তদন্তকারী আইপিএস অফিসার বিনয় তেওয়ারিকে যেভাবে আইপিএস মেস থেকে তুলে নিয়ে গিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে ঢোকানো হয়েছে তাতে ক্ষুব্ধ বিহার মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, আমার রাজ্যের অফিসারের সঙ্গে বেআইনি আচরণ করা হয়েছে। এভাবে কাউকে কোয়ারেন্টাইনে পাঠানো যায় না। এতে দুই রাজ্যের অফিসারদের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে। এটা মোটেই কাম্য নয়। আমরা সুশান্তের মৃত্যুর তদন্ত চেয়েছি। আর মুম্বই পুলিশের উচিত এ ব্যাপারে সাহায্য করা। কাজে বাধা দেওয়ার অর্থ দাঁড়াবে তারা কোনও কিছু লুকোতে চাইছেন। এই বক্তব্য যে রাজনৈতিকভাবে উদ্ধব ঠাকরেকে বেকায়দায় ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না।

Previous articleবিশ্বের উচ্চতম রেল ব্রিজ এবার ভারতে, উচ্চতায় হার মানায় আইফেল টাওয়ারকে
Next article৭ দিন কোয়ারেন্টাইনের খরচ বহন করবে সরকার, বিদেশ ফেরত যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা