Friday, May 23, 2025

বারবার জায়গা বদল রিয়ার, সুশান্ত রহস্য ঢাকতে রিয়াকে মুম্বই পুলিশ গ্রেফতার করতে চায়

Date:

Share post:

পাটনা পুলিশের সিটের ব্রেক থ্রু। গা ঢাকা দিয়ে থাকা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর সন্ধান পাওয়া গেল। কিন্তু সন্ধান পেলেও তাকে জালে নেওয়া সম্ভব হচ্ছে না। কেন? কারণ, রিয়া রয়েছে মুম্বই পুলিশের ঠিক করে দেওয়া জায়গায়তেই। বারবার জায়গা পরিবর্তন করছে। বিহার পুলিশ তদন্তভারের দায়িত্ব নেওয়ার পর রিয়া কম করে চারবার জায়গা বদল করেছে। অজানা জায়গা থেকে ভিডিও ছাড়ার পরিকল্পনাও মুম্বই পুলিশের। মুম্বই পুলিশের বাছাই করা ফ্ল্যাটগুলিতেই সে থাকছে। বিহার পুলিশের কাছে খবর রিয়াকে এর মাঝে একবার পুনের একটি জায়গাতেও রাখা হয়েছিল। মূল কারণ রিয়া আশঙ্কা করছে, যে কোনও সময়ে তাকে গ্রেফতার করবে বিহার পুলিশ।

মুম্বই পুলিশ, বিগত ৫০ দিনে যে কোনও তদন্তই করেনি, তা নিশ্চিতভাবে জানেন কর্তারা। রিয়ার সৌজন্যেই তারা এই তদন্তকে শ্লথগতি করে দিয়ে সময়ের সাথে সাথে ফাইল হিমঘরে পাঠাতে চাইছে। কিন্তু বিহার মুখ্যমন্ত্রীসহ বিরোধী রাজনীতিকরা এই মামলায় নিজেদের মত প্রকাশ করতে থাকায় মামলা ক্রমশ হাতের বাইরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অতিরিক্ত আত্মবিশ্বাসের বশে তদন্তকারী আইপিএস অফিসারকে রাতে গেস্ট হাউস থেকে তুলে নিয়ে গিয়ে কোয়ারান্টাইনে পাঠানোর ঘটনায় নিজেরাই প্রমাণ করে দিয়েছে, ডাল মে কুছ কালা তো হ্যায়।
এই পরিস্থিতিতে রিয়াকে গ্রেফতারির হাত থেকে বাঁচানো কার্যত মুশকিল। বিহার পুলিশের হেফাজতে গিয়ে মৃত্যু রহস্যের পর্দা যাতে না ওঠে সেই কারণে মুম্বই পুলিশ দ্রুত রিয়াকে গ্রেফতার করতে চাইছে। এই আশঙ্কা করে বিহার পুলিশের ডিজিপি বলেছেন, রিয়াকে যেখানেই রাখা হোক, প্রয়োজনে তাকে মাটি খুঁড়ে তুলে নিয়ে আসব। রিয়ার গ্রেফতার যে নীতীশ কুমারের পুলিশের কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। দেখার বিষয় কে আগে রিয়াকে গ্রেফতার করে!

spot_img

Related articles

ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনা, রাস্তায় আছড়ে পড়ল প্লেন! একাধিকের মৃত্যুর আশঙ্কা

আকাশ থেকে বিমান হুড়মুড়িয়ে আছড়ে পড়লো রাস্তায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে বিমান থেকে জ্বালানির অংশ ছিটকে...

প্রযোজক-পরিচালকের অজান্তেই ‘চুরি’ আস্ত বাংলা সিনেমা! অভিযোগ দায়ের লালবাজারে

বাংলা বিনোদন জগতে (Bengali Entertainment industry) একি কাণ্ড, পরিচালক বা প্রযোজককে না জানিয়ে একটা গোটা বাংলা সিনেমা (Bengali...

নিরাপত্তা নিয়ে পড়াশোনার নয়া কোর্স

জাতীয় নিরাপত্তা নিয়ে পড়াশোনার প্রতি ঝোঁক ক্রমশ বাড়ছে নতুন প্রজন্মের। চালু হয়েছে এই বিষয়ে একাধিক ডিপ্লোমা ও ডিগ্রি...

চরম অমানবিকতা পাকিস্তানের! অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগো বিমানের ২২০ যাত্রীর প্রাণ

আবারও অমানবিকতার পরিচয় দিল পাকিস্তান। প্রবল ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে পড়া এক যাত্রীবাহী বিমান পাকিস্তানের আকাশসীমা সাময়িকভাবে ব্যবহার...