Tuesday, December 9, 2025

বারবার জায়গা বদল রিয়ার, সুশান্ত রহস্য ঢাকতে রিয়াকে মুম্বই পুলিশ গ্রেফতার করতে চায়

Date:

Share post:

পাটনা পুলিশের সিটের ব্রেক থ্রু। গা ঢাকা দিয়ে থাকা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর সন্ধান পাওয়া গেল। কিন্তু সন্ধান পেলেও তাকে জালে নেওয়া সম্ভব হচ্ছে না। কেন? কারণ, রিয়া রয়েছে মুম্বই পুলিশের ঠিক করে দেওয়া জায়গায়তেই। বারবার জায়গা পরিবর্তন করছে। বিহার পুলিশ তদন্তভারের দায়িত্ব নেওয়ার পর রিয়া কম করে চারবার জায়গা বদল করেছে। অজানা জায়গা থেকে ভিডিও ছাড়ার পরিকল্পনাও মুম্বই পুলিশের। মুম্বই পুলিশের বাছাই করা ফ্ল্যাটগুলিতেই সে থাকছে। বিহার পুলিশের কাছে খবর রিয়াকে এর মাঝে একবার পুনের একটি জায়গাতেও রাখা হয়েছিল। মূল কারণ রিয়া আশঙ্কা করছে, যে কোনও সময়ে তাকে গ্রেফতার করবে বিহার পুলিশ।

মুম্বই পুলিশ, বিগত ৫০ দিনে যে কোনও তদন্তই করেনি, তা নিশ্চিতভাবে জানেন কর্তারা। রিয়ার সৌজন্যেই তারা এই তদন্তকে শ্লথগতি করে দিয়ে সময়ের সাথে সাথে ফাইল হিমঘরে পাঠাতে চাইছে। কিন্তু বিহার মুখ্যমন্ত্রীসহ বিরোধী রাজনীতিকরা এই মামলায় নিজেদের মত প্রকাশ করতে থাকায় মামলা ক্রমশ হাতের বাইরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অতিরিক্ত আত্মবিশ্বাসের বশে তদন্তকারী আইপিএস অফিসারকে রাতে গেস্ট হাউস থেকে তুলে নিয়ে গিয়ে কোয়ারান্টাইনে পাঠানোর ঘটনায় নিজেরাই প্রমাণ করে দিয়েছে, ডাল মে কুছ কালা তো হ্যায়।
এই পরিস্থিতিতে রিয়াকে গ্রেফতারির হাত থেকে বাঁচানো কার্যত মুশকিল। বিহার পুলিশের হেফাজতে গিয়ে মৃত্যু রহস্যের পর্দা যাতে না ওঠে সেই কারণে মুম্বই পুলিশ দ্রুত রিয়াকে গ্রেফতার করতে চাইছে। এই আশঙ্কা করে বিহার পুলিশের ডিজিপি বলেছেন, রিয়াকে যেখানেই রাখা হোক, প্রয়োজনে তাকে মাটি খুঁড়ে তুলে নিয়ে আসব। রিয়ার গ্রেফতার যে নীতীশ কুমারের পুলিশের কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। দেখার বিষয় কে আগে রিয়াকে গ্রেফতার করে!

spot_img

Related articles

হাতে গুরুতর চোট! হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ মামলায় জামিন পাওয়ার পর থেকেই বেহালার বাড়িতেই  ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে আচমকাই বাড়ির বাথরুমে...

গোয়ায় নাইট ক্লাব বিস্ফোরণে প্রাণ গেল বাগডোগরার যুবকের! তদন্তের দাবি পরিবারের

গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া...

ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা-প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি

তৃণমুলের বাতিল ছাঁট যুগলকে নিচ্ছে না বিজেপি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সুনজরে পড়ায় ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার...

‘রুশা’ প্রকল্পের টাকা নিয়ে সুকান্তর মিথ্যাচার: ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন ব্রাত্য

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা 'রুশা' খাতে কেন্দ্র টাকা দিলেও রাজ্যের গাফিলতিতে নাকি এই টাকা ব্যবহার করা যাচ্ছে...