Wednesday, May 14, 2025

অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে শুভেচ্ছা বার্তা একঝাঁক ভারতীয় ক্রিকেটারের

Date:

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো সম্পন্ন হলো। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে সরযূ নদীর তীরে বহু চর্চিত মন্দিরের ভূমিপুজোর ও শিলান্যাস করেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর উত্তর প্রদেশের অযোধ্যায় রামনন্দিরের এই শিলান্যাসের দিন দেশের বিভিন্ন জায়গায় উৎসব পালিত হয়। অন্য অনেকের মতোই যাকে স্বাগত জানিয়েছেন ভারতের একঝাঁক ক্রিকেটাররা।

রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর টুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। ভারতের এই প্রাক্তন বাঁ-হাতি ওপেনার টুইটে লেখেন, “সমস্যাগুলিকে দমন না করে সমাধান করা ও সংহতির দিকে পরিচালিত করাই উচিৎ। ভাগবান রাম আদি-অনন্ত কাল থেকেই আমাদের পথপ্রদর্শক। আমাদের সকলকে কঠোর পরিশ্রম করা উচিত যাতে ন্যায়বিচার, ন্যায়পরায়ণতা ও সমৃদ্ধির মতো মূল্যবোধগুলি, যা ভগবান রামকে প্রতিপন্ন করেন।”

জাতীয় দলের বাঁ-হাতি ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান অভিনন্দন জানিয়ে লেখেন, “আজ দিনটিতে উৎসব পালন করা উচিৎ, এই দিনটি ইতিহাসের পাতায় জায়গা করে নিলো। রাম মন্দিরের সঙ্গে যুক্ত সকলকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ”।

অযোধ্যার রাম মন্দিরের ছবি শেয়ার করে অবিনন্দন বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও। বাঁ-হাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান-অলরাউন্ডার রায়না লিখেছেন, “রাম জন্মভূমি অযোধ্যাতে মহারাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমার ইচ্ছা এই দেশে ভ্রাতৃত্ব এবং শান্তি এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করবে”।

অযোধ্যায় রামন্দিরের শিল্যান্যাল উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে এবং ভগবান শ্রীরামচন্দ্রের ছবি শেয়ার করেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগও সকলকে শুভেচ্ছাও জানান।

Related articles

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে...

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...

গুরুতর আহত তৃণমূল বিধায়ক তাপস সাহা! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে 

বাড়িতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল আটটা নাগাদ...

এবারের আইপিএলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর দিল্লিতে

অবশেষে আইপিএলে(IPL) বাংলাদেশের ক্রিকেটার। পরিবর্তিত সূচী অনুযায়ী আইপিএল শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals) শিবিরে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর...
Exit mobile version