Sunday, November 16, 2025

অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে শুভেচ্ছা বার্তা একঝাঁক ভারতীয় ক্রিকেটারের

Date:

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো সম্পন্ন হলো। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে সরযূ নদীর তীরে বহু চর্চিত মন্দিরের ভূমিপুজোর ও শিলান্যাস করেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর উত্তর প্রদেশের অযোধ্যায় রামনন্দিরের এই শিলান্যাসের দিন দেশের বিভিন্ন জায়গায় উৎসব পালিত হয়। অন্য অনেকের মতোই যাকে স্বাগত জানিয়েছেন ভারতের একঝাঁক ক্রিকেটাররা।

রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর টুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। ভারতের এই প্রাক্তন বাঁ-হাতি ওপেনার টুইটে লেখেন, “সমস্যাগুলিকে দমন না করে সমাধান করা ও সংহতির দিকে পরিচালিত করাই উচিৎ। ভাগবান রাম আদি-অনন্ত কাল থেকেই আমাদের পথপ্রদর্শক। আমাদের সকলকে কঠোর পরিশ্রম করা উচিত যাতে ন্যায়বিচার, ন্যায়পরায়ণতা ও সমৃদ্ধির মতো মূল্যবোধগুলি, যা ভগবান রামকে প্রতিপন্ন করেন।”

জাতীয় দলের বাঁ-হাতি ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান অভিনন্দন জানিয়ে লেখেন, “আজ দিনটিতে উৎসব পালন করা উচিৎ, এই দিনটি ইতিহাসের পাতায় জায়গা করে নিলো। রাম মন্দিরের সঙ্গে যুক্ত সকলকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ”।

অযোধ্যার রাম মন্দিরের ছবি শেয়ার করে অবিনন্দন বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও। বাঁ-হাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান-অলরাউন্ডার রায়না লিখেছেন, “রাম জন্মভূমি অযোধ্যাতে মহারাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমার ইচ্ছা এই দেশে ভ্রাতৃত্ব এবং শান্তি এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করবে”।

অযোধ্যায় রামন্দিরের শিল্যান্যাল উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে এবং ভগবান শ্রীরামচন্দ্রের ছবি শেয়ার করেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগও সকলকে শুভেচ্ছাও জানান।

Related articles

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...

ম্যাথাউজের চোখে মেসিই সেরা, ভারতীয় ফুটবলের উন্নতিতে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

ক্রিকেট কার্ণিভালের শহরে ফুটবলের কিংবদন্তি। কলকাতায় ঝটিকা কলকাতা সফরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। দিনভর ঠাসা...
Exit mobile version