ভেঙে পড়ল মুখ্যমন্ত্রীর আবাসনের ছাদ! একটুর জন্য প্রাণে বাঁচলেন অরবিন্দ কেজরিওয়াল

খোদ মুখ্যমন্ত্রীর আবাসনেরই ছাদ ভেঙে পড়ল ! একটুর জন্য প্রাণে বাঁচলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লির সিভিল লাইন্সে প্রায় ৮০ বছরের পুরনো মুখ্যমন্ত্রীর আবাসনের ছাদের একাংশ বৃহস্পতিবার ভেঙে পড়ে৷ ঠিক ওই অংশটিতেই রয়েছে মুখ্যমন্ত্রীর চেম্বার। সব গুরুত্বপূর্ণ বৈঠক ওই চেম্বারেই করতেন মুখ্যমন্ত্রী৷ দুর্ঘটনার সময় তখন সেখানে কেউ ছিলেন না৷

এই দুর্ঘটনার পরই দিল্লি সরকারের পূর্ত দফতরের তরফ থেকে আবাসনের বাকি অংশের ছাদের অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দিল্লিতে কয়েকদিনের টানা বৃষ্টিতেই প্রায় ৮০ বছরের পুরনো এই আবাসনের ছাদ ভেঙে পড়েছে৷তবে মুখ্যমন্ত্রী নিজে যে বাংলোটিতে থাকেন সেটির নিয়মিত মেরামতি চলতেই থাকে৷

আবাসনটি  বহু পুরনো হওয়াতেই ছাদ ভেঙে পড়ার দুর্ঘটনা ঘটেছে৷ কয়েকদিন আগেই ছাদেরও মেরামতি হয়েছিল বলেই খবর৷ তা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটেছে৷ ঘটনার তদন্ত করার পাশাপাশি দ্রুত মেরামতি কাজ শুরু করেছে দিল্লির পূর্ত দফতর৷

Previous articleকিছুটা স্বস্তি: আপাতত বাড়ছে না ট্যাক্সি ভাড়া
Next articleখেলার ছলে গলায় ফাঁস: বোনের মৃত্যু, ভাই আশঙ্কাজনক