মাটি খুঁড়তে গিয়ে পেলেন ৩৫ লাখ টাকার হিরে ! লাখপতি হলেন দিনমজুর

দিনমজুরি করে খুব সামান্য রোজগার করেন। তাতে নুন আনতে পান্তা ফুরায়। অতিমারির সময় তো অবস্থা খুবই খারাপ । কখনও কাজ জোটে কখনও আবার জোটে না । প্রতিদিনের মত শাবল কাঁধে নিয়ে কাজে গিয়েছিলেন মধ্য প্রদেশের বাসিন্দা ওই দিনমজুর। হতদরিদ্র দিনমজুর রাতারাতি বনে গেলেন লাখ লাখ টাকার মালিক ! মধ্যপ্রদেশের পান্না জেলায় একটি হিরের খনিতে কাজ করার সময় ওই হিরে পান তিনি ।

বৃহস্পতিবার তিনটি হিরে পেয়েছেন তিনি । যার বাজারদর প্রায় ৩০-৩৫ লাখ টাকা। জানা গিয়েছে, শাবল দিয়ে মাটি কাটার সময় ৭.৫ ক্যারাটের তিনটি হিরে পেয়েছেন তিনি।

পান্না জেলার ডায়মন্ড অফিসার আরকে পান্ডে জানিয়েছেন, ওই ব্যক্তি হিরেগুলি জেলার হিরের অফিসে জমা দিয়েছেন। সরকারি নিয়ম অনুসারে ওই হিরেগুলি নিলামে উঠবে । তারপর যা টাকা পাওয়া যাবে তা থেকে ১২ শতাংশ ট্যাক্স কেটে বাকি টাকা তুলে দেওয়া হবে ওই ব্যক্তির হাতে।

Previous articleসুশান্তের মৃত্যুর তদন্ত : ইডির অফিসে পৌঁছলেন রিয়া
Next article“মসজিদের শিলান্যাসে কেউ আমন্ত্রণই জানাবে না, ডাকলেও যাবো না”, জানালেন আদিত্যনাথ