করোনা রোগী ভর্তিতে নয়া অ্যাডভাইসারি স্বাস্থ্য কমিশনের

কোভিড চিকিৎসায় নয়া অ্যাডভাইসারি স্বাস্থ্য কমিশনের।

ভাইরাস আক্রান্ত রোগী ভর্তির সময়ে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না- নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য কমিশনের। ভর্তির সময়ে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না।
শুধু তাই নয়, সম্ভাব্য খরচের ২০% বেশি নেওয়া যাবে না বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।
কোভিড আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়ে গেলে, তৎক্ষণাৎ ভর্তি নিয়ে চিকিৎসা দিতে হবে।
অগ্রিম দিতে না পারলে ১২ ঘণ্টা সময় দিতে হবে। ১২ ঘণ্টার মধ্যে পরিবার টাকা জোগাড়ে ব্যর্থ হলে, সেক্ষেত্রে পরের ১ ঘণ্টার মধ্যে রোগীকে ছাড়তে পারে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে রোগীর পরীক্ষায় ২ হাজার টাকার বেশি খরচ হলে, সেটি আগেই লিখিত ভাবে রোগীর পরিবারকে দিতে হবে।
কোনো পরীক্ষা বারবার হলে সেটিও কারণ সহ লিখিতভাবে জানাতে হবে।
তবে জরুরিভিত্তিক চিকিৎসায় এই বিষয়গুলির বাধ্যবাধকতা থাকবে না বলেও অ্যাডভাইসারিতে জানানো হয়েছে।

Previous articleরাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের উদ্বোধনে প্রধানমন্ত্রী, কী বললেন তিনি?
Next articleমেসি তো মানুষ, মারোদোনা হলো ফুটবলের ঈশ্বর! কে বললেন জানেন কী?