জাহাজ দুর্ঘটনা: সমুদ্রে ভাসছে তেল, জারি জরুরি অবস্থা

পণ্যবাহী জাহাজ দুর্ঘটনায় প্রায় চারহাজার টন তেল ছড়িয়ে পড়েছে সমুদ্রের জলে। যার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র । মরিশাসের এই ঘটনায় রীতিমতো চিন্তার ভাঁজ পরিবেশবিদদের কপালে ।

জানা গিয়েছে, এমভি ওয়াকাশিও চিন থেকে ব্রাজিল যাচ্ছিল। সেই সময় মরিশাসের কাছে একটি বড় প্রবাল প্রাচীরে সঙ্গে ধাক্কা খায় জাহাজটি। কিন্তু এরপর থেকেই জাহাজটি থেকে ক্রমাগত জ্বালানি তেল বের হচ্ছে। দুর্ঘটনার সময় এমভি ওয়াকাশিওতে কোনও মাল না থাকলেও চারহাজার টন জ্বালানি ছিল।

এই বিষয়ে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথ পরিবেশ সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জলে তেল ছড়িয়ে পড়া আটকাতে আরও উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাথ শুক্রবার রাতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আটকে পড়া জাহাজটি উদ্ধার এবং তেল ছড়িয়ে পড়া ঠেকানোর মতো পর্যাপ্ত জনবল ও দক্ষতা নেই মরিশাসের। এ জন্য ফ্রান্সের সহায়তা চেয়েছেন তিনি। এর পরপরই জুগনাথের আহ্বানে সাড়া দিয়ে দ্রুত সহায়তা পাঠানোর ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ।

Previous articleকথার জালে ফাঁসিয়ে ব্যবসায়ীর থেকে ৫৫ লক্ষ টাকা হাতালেন বিদেশি তরুণী
Next articleস্ত্রীয়ের উপর অত্যাচার, যুবককে শাস্তি গ্রামবাসীদের