স্থিতিশীল প্রাক্তন রাষ্ট্রপতি, ভর্তি সেনা হাসপাতালে

স্থিতিশীল রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, জানাল পরিবার। তিনি দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ডায়াবেটিসের সমস্যাও রয়েছে। সেই কারণে স্বাভাবিক ভাবেই উদ্বেগ রয়েছে চিকিৎসকদের। প্রাক্তন রাষ্ট্রপতির বয়স ৮৪ বছর। ইদানিং তাঁর শরীর বিশেষ ভালো যাচ্ছিল না। সেই কারণেই তিনি হাসপাতালে যান এবং সেখানেই করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে বলে টুইটারে নিজেই জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি।

ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর থেকেই বাইরের লোকেদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ রেখেছিলেন প্রণব মুখোপাধ্যায়। ১০ নম্বর রাজাজি মার্গে তাঁর বাসভবনে প্রাক্তন রাষ্ট্রপতি সঙ্গে থাকেন শুধুমাত্র তাঁর মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। আর একজন দীর্ঘ দিনের পরিচারক। এর বাইরে তাঁর দফতরের অফিসার অন স্পেশাল ডিউটি অভিজিৎ রাই যাতায়াত করেন। ফলে তিনি কীভাবে ভাইরাস সংক্রামিত হলেন, তা নিয়েই বিষ্মিত তাঁর পরিবার। তার পরিবারের বাকি সদস্যদের কোভিড পরীক্ষার রিপোর্ট এখনও মেলেনি।

Previous articleআয়ের সঙ্গে সঙ্গতিহীন রিয়ার সম্পত্তির পরিমাণ
Next articleমোদির অর্থনীতিকে এক হাত নিয়ে মনমোহনী বুস্টার ডোজ