মোদির অর্থনীতিকে এক হাত নিয়ে মনমোহনী বুস্টার ডোজ

মোদি সরকারকে এক হাত নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়ার পিছনে কোনও অতিজাগতিক বিষয় নয়, রয়েছে মানুষেরই হাত। লকডাউনের সময়ে সরকারের বোধবুদ্ধিহীন আচরণ সাধারণ মানুষের যন্ত্রণা বাড়িয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থনীতিবিদ প্রাক্তন প্রধানমন্ত্রী এ কথা বলেছেন।

মনমোহন সিং বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিন দফার পরামর্শ দিয়েছেন, যাকে বুস্টার ডোজ বলা হচ্ছে…

১. সরকারকে দেশের মানুষের জীবন-জীবিকা নিশ্চিত করতে হবে।

২. বাজারে যথেষ্ট পরিমাণে অর্থের জোগান রাখতে হবে। এর জন্য সরকারি উদ্যোগে ঋণও সহজলভ্য হতে হবে।

৩. আর্থিক সংস্থাগুলিকে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা দিতে হবে। একই সঙ্গে দৈনিক খেটে খাওয়া মানুষের হাতে টাকা দিতে হবে।

Previous articleস্থিতিশীল প্রাক্তন রাষ্ট্রপতি, ভর্তি সেনা হাসপাতালে
Next articleকেরিয়ারে মাত্র ৭টি ছবি, ৭টিই সুপার- ফ্লপ! চূড়ান্ত ব‍্যর্থ রিয়া চক্রবর্তী