Monday, November 17, 2025

রাজ্যজুড়ে বিজেপিতে ভাঙন অব্যাহত। একুশের লক্ষ্যে যখন ঘর গোছাচ্ছে ঘাসফুল শিবির, ঠিক তখনই বেহাল দশা বিজেপির। উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম, একের পর এক বড় বড় উইকেট পড়ছে গেরুয়া শিবিরের। অন্যদিকে, হেভিওয়েটদের “ঘর ওয়াপসি” শক্তি বাড়াচ্ছে তৃণমূলের।

এবার পুরুলিয়ায় ব্যাপক ভাঙন বিজেপির। মাত্র এক বছরের সম্পর্কের পর মধুচন্দ্রিমা শেষ করে বিজেপির মোহ কাটিয়ে তৃণমূলে ফিরলেন বিষ্ণু মাহাতো। যিনি পুরুলিয়া জেলার প্রাক্তন তৃণমূল সহ-সভাপতি। রঘুনাথপুরের এই ডাকাবুকো নেতা তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সঙ্গী ছিলেন। জেলায় দক্ষ সংগঠক বলেই পরিচিত তিনি। কিন্তু মাঝে দলের মধ্যে কিছু মনোমালিন্যের জন্য বিজেপিতে যোগদান করেছিলেন। যদিও গেরুয়া শিবিরে তিনি শুরু থেকেই ছিলেন কোণঠাসা। তাই ঘরে ফেরার অপেক্ষায় ছিলেন।

গত ২১ জুলাই শহিদ দিবসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলছুটদের ঘরে ফেরার আহ্বান জানান। এরপরই বিষ্ণু মাহাতো ঠিক করে ফেলেন, নেত্রীর ডাকে সাড়া দিয়ে পুরনো দলে ফিরবেন। অবশেষে আজ, সোমবার ফের আনুষ্ঠানিকভাবে তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিয়ে পুরনো দলে যোগ দিলেন বিষ্ণু মাহাতো। শুধু তিনি নন, তাঁর সঙ্গে পুরুলিয়া জেলার একাধিক বিজেপি-কর্মী ও তাঁর অনুগামীরা তৃণমূলে যোগদান করলেন। তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি গুরুপদ টুডুর হাত ধরেই পুরনো দলে ফিরলেন বিষ্ণু মাহাতো।

পুরনো দলে ফেরার পরই বিষ্ণু মাহাতো সুর চড়িয়ে বলেন, এটা সবে শুরু, আরও বহু বিজেপি কর্মী আগামী কয়েকদিনের মধ্যেই তৃণমূলে যোগদান করবে বলে দাবি করেন তিনি।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version