Sunday, January 11, 2026

বিজেপি শিবিরে জোর ধাক্কা দিয়ে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে সংখ্যা গরিষ্ঠ তৃণমূল

Date:

Share post:

ফের এক জেলায় জোর ধাক্কা খেল বিজেপি। এবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ২৫। ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে ১৩টি আসন জিতেছিল বিজেপি। আর ১২টি আসন গিয়েছিল তৃণমূলের ঝুলিতে। সেবার সংখ্যা গরিষ্ঠ আসনে জয়লাভ করলেও বিভিন্ন জটিলতায় বোর্ড গঠন করতে পারেনি গেরুয়া শিবির।

এরপর মামলা গড়ায় আদালতে। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠনের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করে বিজেপি। এখনও পর্যন্ত সেই মামলার নিষ্পত্তি হয়নি। প্রায় আড়াই বছর পার করেও বোর্ড গঠন না হওয়ায় কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে দীর্ঘ অচলাবস্থা চলতে থাকে। পরিষেবা থেকে বঞ্চিত হয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছেন বলে জানান এলাকার মানুষ। বিজেপির নির্বাচিত সদস্যরাও পরিষেবা দিতে না পেরে মানুষের সামনে মুখ দেখাতে পারছিলেন না।

এমন পরিস্থিতিতে মেদিনীপুর শহরে তৃণমূলের জেলা কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলবদল করেন কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির দুই বিজেপি সদস্য শান্তি কিস্কু ও নবকুমার সিং। তাঁদের সঙ্গেই বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন কেশিয়াড়ি বিধানসভা এলাকার বিজেপির সংযোজক অর্জুন দাস।

তৃণমূলে যোগদানের পর তাঁদের অভিযোগ, রাজ্য নেতৃত্ব যেভাবে দল পরিচালনা করছেন, তাতে মানুষের উন্নয়ন হতে পারে না। শুধু গিমিক করে মানুষের মন জয় করা যায় না।
মানুষ বিজেপি থেকে দূরে সরে যাচ্ছে। তাই উন্নয়নের স্বার্থেই দলবদলের এই সিদ্ধান্ত। বাংলার উন্নয়নের কাণ্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এখন থেকে তাঁরা মানুষের উন্নয়ননের জন্য কাজ করবেন।

পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে আমরা সংখ্যা গরিষ্ঠতা পেলেও বোর্ড গঠনের বিষয়টি এখনও আদালতের বিচারাধীন। আদালতের নির্দেশ মতোই বোর্ড গঠন হবে। সবে শুরু, খুব অল্পদিনের মধ্যেই এক এক করে বিজেপির সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যরা তৃণমূলে যোগদান করবেন”।

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...