সঠিক সময়ে করদাতারা যাতে কর জমা দেন তার জন্য নতুন প্রকল্প চালু করল কেন্দ্রীয় সরকার। তবে পদ্ধতি যতই জটিল হোক না কেন আয়কর দিচ্ছেন ১০০ পেরোনো মহিলারা। ছত্তিশগড়ের বীণা রক্ষিতের বয়স ১০০ পার হয়ে গিয়েছে। এখনও অবধি সঠিক সময়ে আয়কর জমা করে চলেছেন বৃদ্ধা। শুধু তিনি একাই নন, এই তালিকায় নাম রয়েছে আরও তিনজনের। যাদের বয়স ১০০ পেরিয়ে গেলেও, এখনও তারা সঠিক সময়ে ইনকাম ট্যাক্স দিয়ে যাচ্ছেন

বিলাসপুরের ১০০ বছর বয়সী বীণা রক্ষিতের সঙ্গে মধ্য প্রদেশের বিনার গিরিজা বাই তিওয়ারি, ইন্দোরের ঈশ্বরী বাই লুলা এবং কাঞ্চন বাই রয়েছেন এই তালিকায়। এই ঘটনার ভিত্তিতে ভোপালের আয়কর বিভাগ বিলাসপুরের এই চার প্রবীণ মহিলাকে বিশেষ সমানে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে।
