স্বাস্থ্যবিমা নিয়ে বড় পদক্ষেপ সরকারের ! জেনে নিন…

স্বাস্থ্যবিমা নিয়ে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। এক্ষেত্রে যাঁদের নিজস্ব বা কোনও সংস্থা-স্পনসর করা স্বাস্থ্যবিমা কভারেজ নেই তাঁদের জন্য আরও একটি পরিকল্পনা নিয়ে আসছে সরকার। এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পিসি কান্দপাল এই বিষয়ে জানিয়েছেন , এগুলি মূলত স্ব-কর্মসংস্থান এবং ছোট ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের জন্য ভাবা হচ্ছে।

এই ক্ষেত্রে সংস্থা প্রতি বছরে পরিবার প্রতি ৫ লাখ ফ্লোটার স্বাস্থ্য কভারেজ সরবরাহ পাবেন।

বিমার আওতায় থাকা ব্যক্তিরা প্রধানমন্ত্রী জন স্বাস্থ্য যোজনা বা আয়ুষ্মান ভারতের আওতাভুক্ত হাসপাতালে পাইলট প্রকল্পে দেওয়া পদ্ধতিতে সম্পূর্ণ নগদহীন চিকিৎসা পাবেন।
এই বিমায় আরও বলা হয়েছে যে, সচেতনতার অভাব, সাশ্রয়ীকরণ এবং বিতরণের ব্যবস্থা স্বাস্থ্য কভারেজ কেনার ক্ষেত্রে তাঁদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।

Previous articleবয়স পেরিয়েছে 100, বৃদ্ধারা এখনও সঠিক সময়ে দেন আয়কর
Next articleপিপিই স্যুটের জের: জল নয়, নার্সের ঘামে ভিজে গিয়েছে মাটি