একুশের লক্ষ্যে শক্তি বাড়াচ্ছে তৃণমূল, এবার কলকাতায় ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক

২০২১ সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, জেলা থেকে শহর, ততই শক্তি বাড়াচ্ছে শাসক তৃণমূল কংগ্রেস। গত ২১ জুলাই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী ভার্চুয়াল সমাবেশ থেকে অন্য দলের নেতা-কর্মীদের যোগদানের আহবান জানিয়ে ছিলেন। আর সেটাই যেন ম্যাজিকের কাজ করছে। দলের পুরনো সৈনিকদের যেমন সম্মান দিয়ে ফিরিয়ে আনা হচ্ছে, ঠিক একইভাবে অন্য বিরোধী দল থেকেও শাসকদল তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে।

এবার খোদ কলকাতায় কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। হাত ছেড়ে শতাধিক কর্মী যোগ দিলেন ঘাসফুল শিবিরে৷ ঠিক স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইমরান আহমেদ, আজাহার খানের মতো নেতাদের সঙ্গে প্রায় দেড়শো জন কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে ঘাসফুলের ঝাণ্ডা তুলে দিলেন উত্তর কলকাতা যুব সভাপতি, ১৩ নম্বর ওয়ার্ড-এর কাউন্সিলর এবং বরো চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউত।

Previous articleফাঁকা বাড়িতে পরিচারিকাকে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
Next articleশিলিগুড়ির সাফারি পার্কে জন্ম রয়েল বেঙ্গল টাইগারের ৩ শাবকের