
প্রতি বছর যে উৎসাহ, উদ্দীপনা নিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয়, এবার ৭৪ বছরে তা ছিল অনুপস্থিত৷ কারণ অবশ্যই করোনা সংক্রমণ। আর সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধান মেনে চলেছি আমরা সবাই । প্রতি বছর একাধিক অনুষ্ঠান হয় স্বাধীনতার উদযাপন করতে৷ তার মধ্যে বেশ কিছু গান-বাজনার কনসার্ট হালে রীতিমত জনপ্রিয়ও হয়েছিল৷ এবার কোথাও কিছু হয়নি৷ শতাব্দী প্রাচীন পানিহাটি ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দলগতভাবে যে সব অনুষ্ঠান নিয়মিত হয়, সে সবই এবার নিয়মরক্ষার খাতিরে করা হয়েছে কম লোক নিয়ে৷কাজেই বেনজিরভাবে এবছর প্রায় আড়ম্বরহীন আনুষ্ঠানিকতার মধ্যেই পালিত হয়েছে স্বাধীনতা দিবস৷
