Thursday, November 6, 2025

ধোনির ফেয়ারওয়েল ম্যাচের জন্য উদ্যোগী হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

Date:

বরাবরই নিজের অবসর নেওয়ার কথা সন্তর্পণে এড়িয়ে যেতেন ক্যাপ্টেন কুল।

অবশেষে স্বাধীনতা দিবসে ভক্তদের বিষন্ন করে বিশ্ব আসর থেকে বিদায় নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ফলে বিশ্বকাপের সেই সেমিফাইনালের ম্যাচই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে থেকেছে।

ক্রিকেট থেকে মাহির অবসর নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। ১৫ আগস্ট, ২০২০, কোনওরকম আগাম ঘোষণা ছাড়াই ক্রিকেট মাঠকে বিদায় জানিয়েছেন ধোনি৷ কোনও ফেয়ারওয়েল ম্যাচ বা বিদায়ী বক্তৃতার ধার ধারেননি তিনি।মুকেশের গানের ভক্ত তিনি, কেরিয়ারের ইনিংসটাও মাহি শেষ করলেন ওই মুকেশসাহেবের গান দিয়েই৷

এদিকে, ধোনির ফেয়ারওয়েল ম্যাচের জন্য এবার উদ্যোগী হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ধোনির অবসরের খবর পাওয়ার পরই তিনি বোর্ডকে অনুরোধ জানালেন রাঁচিতে ধোনির বিদায়ী ম্যাচ যেন আয়োজন করা হয়। এক টুইটে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী লেখেন, “বোর্ডকে অনুরোধ করছি ধোনির বিদায়ী ম্যাচ আয়োজন করার জন্য। ঝাড়খন্ড এই ম্যাচ আয়োজন করতে চায়।”

ধোনি ঝাড়খণ্ডের ছেলে। পড়াশুনা থেকে বেড়ে ওঠা ধোনির নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ঝাড়খণ্ড। জাতীয় দলে নির্বাচিত হওয়ার আগে রাজ্যের হয়ে দেশের ক্রিকেট অংশ নিয়েছেন তিনি। ২০০৪ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটে তাঁর। দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। ৩৫০টি ওডিআই, ৯০ টেস্ট এবং ৯৮ টি টোয়েনটি ম্যাচে ধোনি ১৭২৬৬ রান করেছেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে ৮২৯টি আউটও করেছেন।

চলতি বছরের শুরুতেই ঝাড়খন্ড দলের হয়ে অনুশীলনে দেখা গিয়েছিল তাঁকে। আপাতত IPL-এ ধোনি কেমন পারফর্ম করেন সেদিকেই তাকিয়ে দুনিয়া।

Related articles

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...
Exit mobile version