“আর নয় ভেদাভেদ”! রূপান্তরকামীদের জন্য আসন সংরক্ষণ বেসরকারি বাসে

“আর নয় ভেদাভেদ”! সমাজের আর পাঁচজন মানুষের মতোই তাদেরও সমান অধিকার আছে। তাই এবার কলকাতার দুটি রুটের বাসে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আসন সংরক্ষণ চালু হল। বাঁশদ্রোণী থেকে বাবুঘাটগামী ২০৫ ও ২০৫/এ রুটের মোট ৩৬টি বাসে এই পরিষেবা চালু করা হয়েছে।

জানা গিয়েছে, এই বাসগুলিতে দুটি করে আসন রূপান্তরকামীদের জন্য সংরক্ষণ করা হয়েছে। আসনগুলির নাম দেওয়া হয়েছে “ত্রিধারা”।

Previous articleপ্রয়াণ দিবসে রাজভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধাঞ্জলি
Next articleচিনের মাটিতে দাঁড়িয়ে লাল ফৌজের বিরুদ্ধে সরব ভারত