Sunday, January 11, 2026

অন্য দুর্গা : অভাবকে হারিয়ে মাধ্যমিকের কৃতি ছাত্রী পুজোর ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’!

Date:

Share post:

মেধাবী ছাত্রী । মাধ্যমিকে পেয়েছে ৯৫% নম্বর। দুচোখে সাংবাদিক হওয়ার স্বপ্ন। কিন্তু সামর্থ্য নেই । নুন আনতে পান্তা ফুরানোর সংসারে কী ভাবে মেধাবী মেয়ের লেখাপড়া চালানো সম্ভব! এমন চিন্তায় যখন বাবার চোখে ঘুম নেই, তখনই পাশে দাঁড়াল ক্লাব। মেধাবী ছাত্রীর লেখাপড়া বন্ধ হবে না। তার স্বপ্ন পূরণ হবেই। পাশে থাকব আমরা। এমনই সাহায্যের হাত বাড়িয়ে দিল বাগুইআটি অশ্বিনী নগরের ‘বন্ধুমহল ক্লাব’।

এলাকার অন্নদাসুন্দরী বালিকা বিদ্যালয় থেকে এবারে মাধ্যমিকে ৯৫ শতাংশ নম্বরে পেয়ে পাশ করেছে পাম্মি ঘোষাল । বরাবরই লেখাপড়ায় ভালো পাম্মি । অর্থনীতি নিয়ে লেখাপড়া করে সাংবাদিক হওয়ার স্বপ্ন । বাবা রিক্সা চালক। আর কোনও রোজগার নেই সংসারে। তিনজনের অনটনের সংসারে লেখাপড়া যখন প্রশ্নচিহ্নের মুখে তখনই এগিয়ে আসে বাগুইআটি অশ্বিনী নগরের বন্ধুমহল ক্লাব । এই ক্লাবের সম্পাদক পার্থ সরকার বলেন, ” অর্থের অভাবে এক মেধাবী ছাত্রীর লেখাপড়া হবে না, এটা হয় না। ওর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে আমরা । যতদূর ইচ্ছা লেখাপড়া করবে পাম্মি । সমাজের একজন হয়ে উঠবে।”

 

মহামারির পরিস্থিতিতে এবারের দুর্গা পুজো আড়ম্বর হীন। কিন্তু বাগুইআটি অশ্বিনী নগরের বন্ধু মহল ক্লাব পুজোয় দিচ্ছে অন্য রকম বার্তা। পুজোর বাজেট কম করে সেই অর্থ তুলে দেওয়া হবে পম্মির লেখাপড়ার খরচের জন্য । শনিবার স্বাধীনতা দিবসের দিন এই ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয় আগামী দিনে ওই ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নেবে বন্ধুমহল ক্লাব। নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য বন্ধুমহল ক্লাবকে পাশে পেয়ে কৃতি ছাত্রী পাম্মির মুখে স্বপ্নপূরণের হাসি। পাম্মি বলে, “পার্থ কাকু এবং বন্ধুমহল ক্লাবকে অনেক ধন্যবাদ। আমি ভবিষ্যতে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চাই। একজন সাংবাদিক হতে চাই।”

এদিন স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি পাম্মির হাতে তুলে দেওয়া হয় আর্থিক অনুদান। স্বাধীনতা দিবসের দিন ক্লাবের দুর্গোৎসবের খুঁটিপুজো হয়। দুচোখ ভরা স্বপ্ন চোখে মেধাবী ছাত্রী ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত ছিল। তার পাশে দাঁড়িয়ে ক্লাবের সম্পাদক পার্থ সরকার বলেন, “পাম্মি হল আমাদের আগামীদিনের দুর্গা। অভাবের সঙ্গে লড়াই করে যেসব ছাত্র ছাত্রীরা এগিয়ে যাচ্ছে তাদের পাশে থাকা আমাদের সকলের কর্তব্য । পাম্মি আমাদের সমাজের উদাহরণ। তাইতো ও আমাদের এবারের দুর্গাপুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর।”

 

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...