ভাইরাসকে উপেক্ষা করে সরকারের বিরুদ্ধে পথে দক্ষিণ কোরিয়া

ফের ভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ কোরিয়ায়। কিন্তু এরই মধ্যে সরকার বিরোধী কার্যকলাপের জেরে উত্তাল হলো দেশ। সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রেসিডেন্ট মুন জায়ে ইনের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যৌন কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি রিয়েল এস্টেট মার্কেট নিয়ে সরকারের নীতির বিরোধিতায় নেমেছেন তাঁরা।

জানা গিয়েছে সংক্রমণ ঠেকাতে রাজধানীতে জমায়েত ও সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছে সরকার। কিন্তু তা সত্ত্বেও সিউলে কয়েক হাজার মানুষ বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। প্রেসিডেন্ট মুন জায়ে ইনের পদত্যাগের দাবি জানিয়ে প্ল্যাকার্ড হাতে পথে নামেন বিক্ষোভকারীরা।

Previous article‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন বাবা, আমাদের মধ্যে দ্রুত ফিরবেন’, জানালেন প্রণব-পুত্র অভিজিৎ
Next articleনিখোঁজ শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত