ত্রিপুরায় বাতিল হল বাম জমানার  ১০,৩২৩ জন প্রাথমিক শিক্ষকের প্যানেল

নির্বাচনী প্রচারে আশ্বাস দিলেও কথা রাখল না রাজ্যের বিজেপি সরকার। অনিয়মের অভিযোগে বাতিল হল বাম জমানায় নিয়োগ হওয়া  ১০,৩২৩ জন প্রাথমিক শিক্ষকের প্যানেল। ফলে মাথায় আকাশ ভেঙে পড়েছে ১০ হাজার শিক্ষক পরিবারে।শিক্ষামন্ত্রী রতনলাল নাথ অবশ্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ উপদেষ্টা ও বিশেষজ্ঞদের নিয়ে খতিয়ে দেখা হবে৷ তবে রায়ের সব কিছু স্পষ্ট না হওয়া পর্যন্ত তড়িঘড়ি কোনও পদক্ষেপ নেওয়া হবে না৷  ত্রিপুরা সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কাজ হারানো শিক্ষকদের ১০০ শতাংশের কাজ দেওয়ার বিষয়ে কোনও গ্যারান্টি দেওয়া যাবে না৷ ফলে নতুন করে ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে ১০ হাজার ৩২৩ কাজ হারানো শিক্ষক পরিবার৷

Previous articleদিল্লিতে বসে মুকুল নিয়ে উদাসীন মন্তব্য দিলীপের! কী বললেন রাজ্য বিজেপি সভাপতি?
Next articleব্রেকফাস্ট নিউজ