Saturday, August 23, 2025

পৌষমেলার মাঠে পাঁচিল নির্মাণের পক্ষে নন মমতা

Date:

Share post:

“শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গা। তিনি উন্মুক্ত পরিবেশে শিক্ষাদানে পথ দেখিয়েছিলেন। আমি চাই না ওখানে কোন নির্মাণ করে জায়গার ঐতিহ্যকে নষ্ট করা হোক”- পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়া বিষয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের বিশ্ববিদ্যালয়। সেটার বিষয়ে দেখা রাজ্য সরকারের কাজ নয়। কিন্তু রাজ্যপাল প্রথমে টুইট করে এবং পরে ফোনে তাঁকে বিষয়টি জানান। তিনি রাজ্যপালকে জানান, ওটি কেন্দ্রীয় সরকারের বিশ্ববিদ্যালয়। তবে সেখানে রবীন্দ্রনাথের ঐতিহ্যের কোনরকম অবমাননা হোক সেটা তিনি চান না। বিশ্বভারতী পাঁচিল নির্মাণের সময় নির্মাণকাজকে নিরাপত্তা দেওয়ার জন্য অনেক বহিরাগত উপস্থিত ছিলেন যেটা কখনোই কাম্য নয় জানান মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ না ডাকলে সেখানে পুলিশ বা জেলাশাসক যেতে পারে না। তাদের যদি প্রয়োজন হয় তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করবে। জেলাশাসককে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, উপাচার্যের সঙ্গে কথা বলে একটি বৈঠক করে পরিস্থিতির সুষ্ঠু সমাধান করতে। প্রতিবাদের বিষয় মমতা বলেন, শান্তিনিকেতনে পৌষমেলার মাঠের কাছে যে নির্মাণ কাজ হচ্ছিল সেটির প্রতিবাদে ছাত্র-ছাত্রী ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাঁরা চান না ইট-কাঠ দিয়ে রবীন্দ্রনাথের মুক্ত পরিবেশে আশ্রমকেন্দ্রিক লেখাপড়ার যে ঐতিহ্য সেটা কোনও ভাবে বিঘ্নিত হোক। মুখ্যমন্ত্রী নিজেও এই বিষয়টাকে সমর্থন করেন। সুতরাং ওই অঞ্চলে কোনও রকম নির্মাণের পক্ষে নন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...