দিলীপের বাড়িতে কৈলাশ-মুকুল, থাকলেন দুই জেলার বৈঠকেও

বিজেপি রাজ্য সভাপতির বাড়িতে কৈলাশ বিজয়বর্গী ও মুকুল রায়। মঙ্গলবার দুজনকে একসঙ্গে দিলীপ ঘোষের বাড়িতে দেখতে পাওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা। দিল্লি থেকে মঙ্গলবার রাজধানী এক্সপ্রেসে ফেরেন দিলীপ ঘোষ। এসেই তিনি দুই নেতার সঙ্গে বৈঠকে বসেন। তারপর শুরু হয় সাংগঠনিক বৈঠক। দিল্লিতে প্রথম পর্যায় হয়েছে। ৫টি জোনের অর্ধেক হয়েছে। বাকিগুলি মঙ্গলবার থেকে শুরু হল। এদিন হল হাওড়া-হুগলি জেলা নেতৃত্বকে নিয়ে। মূলত জেলা সভাপতি, জেলার মণ্ডল সভাপতি, জেলার পর্যবেক্ষক এবং রাজ্য সভাপতি এই বৈঠকে থাকেন। এখন দেখার বিষয় প্রত্যেক বৈঠকে মুকুল রায় থাকেন কিনা। মুকুলের গুরুত্ব বাড়াতে এবারের পশ্চিমবঙ্গ সফরে কৈলাশ বিজয়বর্গী মুকুলের বাড়িতে গিয়ে বৈঠক করেছেন। হেস্টিংসে বৈঠক করেছেন এবং তাঁকে সঙ্গে করে দিলীপ ঘোষের বাড়িতে নিয়ে গিয়েছন। কিন্তু মুকুল রায়কে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের ভাবনা তাতেও স্পষ্ট হয়নি।

Previous articleবিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাঁচিল ভাঙা কাণ্ডে এবার কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা
Next articleবিশ্বভারতীর জট খুলতে সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকলেন জেলাশাসক