পিছু হঠল সিইএসসি। বিলে ছাড়। আপাতত শুধু জুন মাসের বিল দিতে হবে। সিইএসসির তরফ থেকে বুধবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো। কী ভাবে জুনের বিল নির্ধারণ করা হবে? ধরা যাক মার্চ থেকে জুন মাস পর্যন্ত কোনও গ্রাহকের ১০০০ ইউনিট বিল হয়েছে। ৪ মাসে ২৫০ ইউনিট করে বিল। অর্থাৎ জুন মাসের জন্য শুধু ২৫০ ইউনিট বিলের টাকা দিতে হবে। আপাতত শুধু জুন মাসের বিল। বাকি তিন মাসের বিল কবে কীভাবে দিতে হবে বা অ্যাডজাস্ট হবে তা আপাতত বলা হয়নি।
