করোনা মোকাবিলায় এবার কলকাতা-সহ আরবান এলাকার মানুষের সাহায্যের জন্য বিশেষ বুকলেট প্রকাশ করল পুরসভা। আজ, বুধবার কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এই বুকলেট প্রকাশ করেন।

এই বুকলেটে সমস্ত কন্টাক্ট পারসন-এর নাম এবং ফোন নম্বর দেওয়া থাকবে। করোনা পরিস্থিতিতে যে সমস্ত মানুষ একা রয়েছেন বা কোনও কারণে করোনার জন্য ডাক্তারের প্রয়োজন, সঙ্গে সঙ্গে এই বুকলেট থেকে নাম এবং ফোন নম্বর দেখে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন শহরবাসী। কলকাতা, নবদিগন্ত, বিধাননগর, হিডকো, হাওড়া এরিয়ার বিভিন্ন জায়গার প্রতিটি মানুষের কাছে দ্রুত এই বুকলেট পৌঁছে দেওয়া হবে বলে জানান ফিরহাদ হাকিম।


এদিন এই বুকলেট প্রকাশের সময় উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বুকলেটের বিষয়টি
স্বরাষ্ট্র সচিব পুরোপুরি ভাবে দেখছেন বলেই জানিয়েছেন ফিরহাদ হাকিম।

এর এদিন পাশাপাশি ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি কলকাতা পুরসভার তরফ থেকে একটি পোস্টার তৈরি করেছেন। যা শহর কলকাতার বিভিন্ন জায়গায় এবার দেখা যাবে । যেখানে ডাক্তার এবং টেলিমেডিসিনের সমস্ত তথ্য দেওয়া থাকবে। তার সঙ্গে ফিরহাদ হাকিমের নিজস্ব হোয়াটস অ্যাপ নম্বর দেওয়া থাকছে। যেখানে দরকার পড়লে মানুষ সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবে।

