Sunday, January 11, 2026

রাজ্যপাল হিসাবে মেয়াদ শেষ, এবার প্রত্যক্ষ রাজনীতিতে ফিরবেন তথাগত রায় ?

Date:

Share post:

মেঘালয়ের রাজ্যপাল হিসাবে মেয়াদ শেষ হলো তথাগত রায়ের। তাঁর জায়গায় রাজ্যপালের দায়িত্বে এলেন সত্যপাল মালিক। সত্যপাল মালিক, এতদিন গোয়ার দায়িত্বে ছিলেন। আপাতত মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে গোয়ার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলে জোরদার প্রশ্ন, এবার তাহলে কি এবার বঙ্গ- রাজনীতিতে ফিরছেন তথাগত রায় ? কিছুদিন আগেই সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন তথাগত রায়। ২০২১-এ এ রাজ্যের বিধানসভা নির্বাচন। এই মুহুর্তে প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায় যদি বঙ্গ-বিজেপিতে পা রাখেন তাহলে বর্তমান দলীয় সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে৷

মেঘালয়ের রাজ্যপাল হিসাবে তথাগত রায়ের কার্যকালের মেয়াদ শেষ হয়েছিলো মে মাসেই৷ কিন্তু করোনা পরিস্থিতির জন্য তাঁকে এতদিন কাজ চালিয়ে যেতে বলা হয়েছিল। ৭৪ বছর বয়সের তথাগত একসময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। এরপর তিনি দুট’টি রাজ্যের রাজ্যপালও হয়েছেন। ২০১৫ সালের মে মাসে তিনি ত্রিপুরার দায়িত্ব নেন। সেখান থেকে ২০১৮ সালের অগাস্টে তাঁকে পাঠানো হয় মেঘালয়ে।
কিছুদিন অরুণাচল প্রদেশের অতিরিক্ত দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছিল।

রাজ্যপাল পদে থেকেও বহুবার নানা বিষয়ে টুইটা করে আগাগোড়াই বিতর্কের শীর্ষে ছিলেন তথাগত রায়৷ মতামত রাখতেন। বিতর্কও ছড়ালেও সে সব পাত্তা দেননি তিনি।

এবার ফের সক্রিয় রাজনীতিতে ফেরাতে কতটা ইচ্ছুক হবে দল, সেটাই এখন দেখার৷

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...