Saturday, November 15, 2025

রাজ্যপাল হিসাবে মেয়াদ শেষ, এবার প্রত্যক্ষ রাজনীতিতে ফিরবেন তথাগত রায় ?

Date:

Share post:

মেঘালয়ের রাজ্যপাল হিসাবে মেয়াদ শেষ হলো তথাগত রায়ের। তাঁর জায়গায় রাজ্যপালের দায়িত্বে এলেন সত্যপাল মালিক। সত্যপাল মালিক, এতদিন গোয়ার দায়িত্বে ছিলেন। আপাতত মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে গোয়ার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলে জোরদার প্রশ্ন, এবার তাহলে কি এবার বঙ্গ- রাজনীতিতে ফিরছেন তথাগত রায় ? কিছুদিন আগেই সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন তথাগত রায়। ২০২১-এ এ রাজ্যের বিধানসভা নির্বাচন। এই মুহুর্তে প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায় যদি বঙ্গ-বিজেপিতে পা রাখেন তাহলে বর্তমান দলীয় সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে৷

মেঘালয়ের রাজ্যপাল হিসাবে তথাগত রায়ের কার্যকালের মেয়াদ শেষ হয়েছিলো মে মাসেই৷ কিন্তু করোনা পরিস্থিতির জন্য তাঁকে এতদিন কাজ চালিয়ে যেতে বলা হয়েছিল। ৭৪ বছর বয়সের তথাগত একসময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। এরপর তিনি দুট’টি রাজ্যের রাজ্যপালও হয়েছেন। ২০১৫ সালের মে মাসে তিনি ত্রিপুরার দায়িত্ব নেন। সেখান থেকে ২০১৮ সালের অগাস্টে তাঁকে পাঠানো হয় মেঘালয়ে।
কিছুদিন অরুণাচল প্রদেশের অতিরিক্ত দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছিল।

রাজ্যপাল পদে থেকেও বহুবার নানা বিষয়ে টুইটা করে আগাগোড়াই বিতর্কের শীর্ষে ছিলেন তথাগত রায়৷ মতামত রাখতেন। বিতর্কও ছড়ালেও সে সব পাত্তা দেননি তিনি।

এবার ফের সক্রিয় রাজনীতিতে ফেরাতে কতটা ইচ্ছুক হবে দল, সেটাই এখন দেখার৷

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...