লকডাউনের সকালেই পার্ক স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড

আজ, বুধবার লকডাউনের সকালে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন পার্ক মেনসন বিল্ডিংয়ে প্যারামাউন্ট টি কোম্পানির কর্পোরেট অফিসে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দমকলের ৫টি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীরা প্রথম ২ নম্বর সেক্টরের চারতলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। তাঁরাই প্রথমে অফিসে আটকে পড়া দুই কর্মীকে উদ্ধার করে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে খবর যায় দমকলে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকলকর্মীরা প্রাথমিক ভাবে জানান, রাতভর সার্ভার রুমে এসি চলছিল। তাতে শট সার্কিট থেকেই কোনওভাবে আগুন লাগে। তবে এটা একান্তই প্রাথমিক অনুমান। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনও খবর নেই।