Friday, January 30, 2026

লোভে আর ভয়ে দলবদলের হিড়িক! দিলীপের অভিযোগ উড়িয়ে পাল্টা দিলেন পার্থ

Date:

Share post:

২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে “এজেন্সি” লাগিয়ে বিরোধীদের ভয় দেখানো এবং হেনস্থা করার অভিযোগ উঠত বিজেপির বিরুদ্ধে। এবার খোদ বিজেপি সেই অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, “রাজ্য সরকার ও রাজ্যের শাসক দল বিভিন্ন এজেন্সি থেকে ফোন করে আমাদের নেতা-কর্মীদের ভয় ও লোভ দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করছে। যারা রাজি হচ্ছেন না, তাঁদের ভিডিও ফাঁস করে বদনাম করার চেষ্টা বা জোর করে তুলে নিয়ে গিয়ে মিছিলে হাঁটানো হচ্ছে। মুকুল রায়ের মতো নেতাদেরও ছাড়ছে না তৃণমূল।”

কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দিলীপ ঘোষের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তা উড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এজেন্সি আর টাকা ছড়িয়ে রাজনীতি করতে যারা অভ্যস্ত, সেই বিজেপির কালচারই হলো এজেন্সির ভয় আর লোভ দেখিয়ে সংগঠন করা। সারা দেশেই এই নোংরা সংস্কৃতিতে তারা বিশ্বাসী। তাই
অন্য কিছু ভাবতে পারে না। যাঁরা বিজেপিতে গিয়েছিলেন, তাঁরাই চূড়ান্ত হতাশা এবং অনিশ্চয়তা ছেড়ে তৃণমূলে ফিরছেন। এ ছাড়া শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং চিকিৎসা জগতের বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি আস্থা রেখে তৃণমূলে যুক্ত হচ্ছেন। ভয় বা লোভ দেখিয়ে এসব হয় না। এর জন্য মাটিতে দাঁড়িয়ে কাজ করতে হয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দলে দলে তৃণমূলে যোগদান করছে।”

spot_img

Related articles

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...