Friday, November 14, 2025

লোভে আর ভয়ে দলবদলের হিড়িক! দিলীপের অভিযোগ উড়িয়ে পাল্টা দিলেন পার্থ

Date:

Share post:

২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে “এজেন্সি” লাগিয়ে বিরোধীদের ভয় দেখানো এবং হেনস্থা করার অভিযোগ উঠত বিজেপির বিরুদ্ধে। এবার খোদ বিজেপি সেই অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, “রাজ্য সরকার ও রাজ্যের শাসক দল বিভিন্ন এজেন্সি থেকে ফোন করে আমাদের নেতা-কর্মীদের ভয় ও লোভ দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করছে। যারা রাজি হচ্ছেন না, তাঁদের ভিডিও ফাঁস করে বদনাম করার চেষ্টা বা জোর করে তুলে নিয়ে গিয়ে মিছিলে হাঁটানো হচ্ছে। মুকুল রায়ের মতো নেতাদেরও ছাড়ছে না তৃণমূল।”

কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দিলীপ ঘোষের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তা উড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এজেন্সি আর টাকা ছড়িয়ে রাজনীতি করতে যারা অভ্যস্ত, সেই বিজেপির কালচারই হলো এজেন্সির ভয় আর লোভ দেখিয়ে সংগঠন করা। সারা দেশেই এই নোংরা সংস্কৃতিতে তারা বিশ্বাসী। তাই
অন্য কিছু ভাবতে পারে না। যাঁরা বিজেপিতে গিয়েছিলেন, তাঁরাই চূড়ান্ত হতাশা এবং অনিশ্চয়তা ছেড়ে তৃণমূলে ফিরছেন। এ ছাড়া শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং চিকিৎসা জগতের বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি আস্থা রেখে তৃণমূলে যুক্ত হচ্ছেন। ভয় বা লোভ দেখিয়ে এসব হয় না। এর জন্য মাটিতে দাঁড়িয়ে কাজ করতে হয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দলে দলে তৃণমূলে যোগদান করছে।”

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...