Friday, January 30, 2026

লোভে আর ভয়ে দলবদলের হিড়িক! দিলীপের অভিযোগ উড়িয়ে পাল্টা দিলেন পার্থ

Date:

Share post:

২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে “এজেন্সি” লাগিয়ে বিরোধীদের ভয় দেখানো এবং হেনস্থা করার অভিযোগ উঠত বিজেপির বিরুদ্ধে। এবার খোদ বিজেপি সেই অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, “রাজ্য সরকার ও রাজ্যের শাসক দল বিভিন্ন এজেন্সি থেকে ফোন করে আমাদের নেতা-কর্মীদের ভয় ও লোভ দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করছে। যারা রাজি হচ্ছেন না, তাঁদের ভিডিও ফাঁস করে বদনাম করার চেষ্টা বা জোর করে তুলে নিয়ে গিয়ে মিছিলে হাঁটানো হচ্ছে। মুকুল রায়ের মতো নেতাদেরও ছাড়ছে না তৃণমূল।”

কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দিলীপ ঘোষের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তা উড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এজেন্সি আর টাকা ছড়িয়ে রাজনীতি করতে যারা অভ্যস্ত, সেই বিজেপির কালচারই হলো এজেন্সির ভয় আর লোভ দেখিয়ে সংগঠন করা। সারা দেশেই এই নোংরা সংস্কৃতিতে তারা বিশ্বাসী। তাই
অন্য কিছু ভাবতে পারে না। যাঁরা বিজেপিতে গিয়েছিলেন, তাঁরাই চূড়ান্ত হতাশা এবং অনিশ্চয়তা ছেড়ে তৃণমূলে ফিরছেন। এ ছাড়া শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং চিকিৎসা জগতের বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি আস্থা রেখে তৃণমূলে যুক্ত হচ্ছেন। ভয় বা লোভ দেখিয়ে এসব হয় না। এর জন্য মাটিতে দাঁড়িয়ে কাজ করতে হয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দলে দলে তৃণমূলে যোগদান করছে।”

spot_img

Related articles

নিরাপদ খাদ্যের অঙ্গীকারে রাজপথে দৌড়, উন্মোচিত হল ‘মুক্তি’-র টি-শার্ট ও মেডেল

থালায় রাসায়নিকমুক্ত খাবার এবং শরীরে সুস্থতার স্পন্দন; এই দুই লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় হয়ে গেল রান ফর সেফ...

‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক অন্যরকম সাহিত্যিক আড্ডার সাক্ষী থাকল পাঠককুল। ২৯ জানুয়ারি প্রকাশিত হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও...

পরিবেশ রক্ষায় নবান্নের বড় পদক্ষেপ: থানার চত্বরেই মিলবে ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিষেবা

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে...

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...