উত্তর কোরিয়ায় ক্রমশ ক্ষমতাশালী হচ্ছেন কিমের বোন

উত্তর কোরিয়ার রাজনীতি ও প্রশাসনে ক্রমশ ক্ষমতাশালী হয়ে উঠছেন প্রেসিডেন্ট তথা সুপ্রিম লিডার কিম জং উনের বোন কিম ইয়ো জং। জানা গিয়েছে, দেশের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব বোনের হাতে তুলে দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, বোন কিম ইয়ো জং উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত নীতির প্রধান নির্ধারক তিনি। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান জানিয়েছেন, কিম ইয়ো জং এখন প্রকৃতপক্ষে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। কিমের পরেই যে নীতি নির্ধারণে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদাধিকারী তাঁর বোন, এই ইঙ্গিত স্পষ্ট। নিজের বোন ছাড়াও বেশ কিছু ক্ষমতা ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর হাতেও তুলে দিয়েছেন কিম জং উন। তবে এখনও দেশের সামগ্রিক ক্ষমতার শীর্ষে রয়েছেন তিনি নিজে।

Previous articleকোভিডকে হারিয়েও মৃত্যুর কাছে হার শ্রীরামপুরের বধূর
Next articleনতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী পড়ুয়াদের জন্য তৈরি হচ্ছে ক্রেডিট ব্যাঙ্ক