Sunday, November 9, 2025

লকডাউনে রাস্তায় বেরোনোর “পুরস্কার”! গাড়ি থামিয়ে মেডেল পরাচ্ছে পুলিশ

Date:

“ওরে মেডেলটা নিয়ে আয়, ওকে পরিয়ে দে…!” লকডাউনে রাস্তায় বেরোলেই “সান্ত্বনা পুরস্কার” দিচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেট! হ্যাঁ, আজ শুক্রবার সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে এমন ছবি দেখা গেল হুগলি জেলার চন্দননগরের রাস্তায় রাস্তায়।

এদিন চন্দননগর ট্রাফিক পুলিশের তরফ থেকে লকডাউন অমান্য করে জানা বিনা কারণে যাঁরা রাস্তায় বেরিয়েছেন, তাঁদের সকলকে অস্বস্তিতে ফেলে শাস্তিস্বরূপ গলায় মেডেল ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই মেডেলে লেখা, “লকডাউন অমান্য করে রাস্তায় বেরোনোর জন্য উপহার হিসেবে আপনাকে সান্ত্বনা পুরস্কার!”

এমন হাস্যকর মেডেলের পাশাপাশি এদিন লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা রাস্তায় বেরিয়েছেন, তাদের হাতে পুষ্পস্তবকও তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

অর্থাৎ, পুলিশ প্রশাসন অসচেতন নাগরিকদের বোঝাতে চেয়েছে, ডান্ডা মেরে বা উঠবস করিয়ে অথবা গ্রেফতার না করেও শাস্তি দেওয়া যায়। আপনি যে অসচেতন, আপনার মধ্যে সামাজিক দায়বদ্ধতা বলে ন্যূনতম জ্ঞান নেই, সেটা ফুটিয়ে তোলার জন্যই এবং আত্মউপলব্ধি করার জন্যই এই অভিনব শাস্তি। যাতে করে এই ছবি দেখার পর রাস্তার মাঝে অপমানিত হওয়ার হাত থেকে বাঁচতে আর কেউ বিনা প্রয়োজনে লকডাউন অমান্য করে বাড়ি থেকে না বেরোনো।

এদিন ও সচেতন নাগরিকদের মডেল পরানোর পাশাপাশি চন্দননগর পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং-এর প্রক্রিয়া চালু করেছে! গাড়ি নিয়ে বিভিন্ন অলিগলিতে টহলদারিও করে পুলিশ। প্রত্যেকটা গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করে তবেই গাড়িকে ছাড়া হচ্ছে। যারা রাস্তায় বেরোনোর কারণ সম্পর্কে ঠিক মত জবাব দিতে না পারলে আটকও করা হচ্ছে।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version